১২৭ বছরের সম্পর্কের অবসান! ভাগ হয়ে গেল জনপ্রিয় গোদরেজ গ্রুপ, দেখুন কার ভাগে কী পড়ল

বাংলাহান্ট ডেস্ক : ভারতে গোদরেজ সংস্থার (Godrej Family) সুপ্রাচীন ইতিহাস রয়েছে। ১২৭ বছরের এই সংস্থা এবার বিভক্ত হয়ে গেল। পরিবারের মধ্যে বিভক্ত হল এই সংস্থার ফার্ম ও কোম্পানি। আদি গোদরেজ ও তাঁর ভাই নাদির এই সংস্থার বিশাল কনগ্লোমারেটের মধ্যে পেয়েছেন গোদরেজ ইন্ডাস্ট্রিজ। গোদরেজ অ্যান্ড বয়স হাতে পেলেন তাঁদের খুড়তুতো ভাই-বোন জামসেদ ও স্মিতা।

এছাড়াও তাঁরা পেয়েছেন মুম্বাইয়ের বিপুল জমি ও ল্যান্ড ব্যাংক। প্রতিষ্ঠাতা পরিবারের মধ্যে এই সংস্থার এক ভাগ পেয়েছেন আদি গোদরেজ (৮২) ও তাঁর ভাই নাদির (৭৩)। বাকি ভাগের মালিক হয়েছেন খুড়তুতো আত্মীয় জামসেদ গোদরেজ (৭৫) ও স্মিতা গোদরেজ (৭৪)। জামসেদ গোদরেজ সামলাবেন গোদরেজ এন্টারপ্রাইজ, এর মধ্যে অন্তর্গত রয়েছে গোদরেজ অ্যান্ড বয়স।

আরোও পড়ুন : মাত্র ২১ বছরেই রোজগার কাঁড়ি কাঁড়ি টাকা! সৌরভ কন্যা সানার স্যালারি দেখলে চোখ কপালে উঠবে

এরোস্পেস থেকে এভিয়েশন, প্রতিরক্ষা, আসবাবপত্র ও আইটি সফটওয়্যার এর অন্তর্গত। গোদরেজের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন জামসেদ গোদরেজ। এগজেকিউটিভ ডিরেক্টর পদ সামলাবেন তাঁর বোন স্মিতার কন্যা নাইরিকা হোলকার (৪২)। মুম্বইয়ের ৩৪০০ একরের জমিও থাকছে তার মধ্যে।

godrej group 1553539770 sm

অপরদিকে, নাদির গোদরেজের হাতে থাকবে গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের অধীনে থাকা গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফসায়েন্স। চেয়ারপার্সন পদ সামলাবেন তিনি। এই ব্যবসাগুলির দেখাশোনা করবেন আদি, নাদির ও তার পরিবারই। গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের এগজেকিউটিভ পদ সামলাবেন পিরোজসা গোদরেজ (৪২)। ২০২৬ সালের অগস্ট মাস থেকে পিরোজসা দায়িত্ব নেবেন চেয়ারপার্সন পদের।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর