বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসে (Corona virus) আক্রান্তের সংখ্যা চীনে (Chaina) দিনে দিনে বেড়েই চলেছে। এই মারণ রোগ খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে চীনের সর্বত্র। এখনও অবধি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩৩ জন। আক্রান্তের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০ হাজার।
এই অবস্থায় চীনে অবস্থিত ভারতের (India) নাগরীকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই চীন- ভারত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। চীনে আটকে থাকা ভারতীয়রা তাই চাইলেও, দেশে ফিরতে পারছিলেন না। এখন সেইসকল ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে ভারত সরকারের তফর থেকে। করোনা ভাইরাসের মারণক্ষেত্র উহান (Wuhan) থেকে ভারতীয়দের খুব দ্রুতই দেশে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
সোমবার দীর্ঘ আলচনার পর চীন থেকে ভারতীয় বিমানে চীন থেকে আসার ব্যবস্থা করা হয়েছে। ২৬ শে ফেব্রুয়ারী ভারতীয় বিমান C-17 গ্লোব মাস্টার (C-17 Globe Master) বেজিং (Beijing) হয়ে চীনে যাবে। বেজিং-এ আটকে থাকা ১০০ ভারতীকে নিয়ে এই বিমান ২৭ শে ফেব্রুয়ারী ভারতে ফিরে আসবে। এই বিমান যেকোনো পরিস্থিতিতে আকাশে উড়তে সক্ষম। এই বিমান চীনের জন্য প্রয়োজনীয় ওষুধ এবং সরঞ্জামও নিয়ে যাবে।
করোনা ভাইরাস চীনের উহানে সব থেকে বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে। সেখানে মানুষজনদের ঘর থেকে বেরোতে বারণ করে দেওয়া হয়েছে। শুধু খাবার সামগ্রী আনবার জন্য তাঁদের বাইরে যাওয়ার অনুমতি আছে। ২৩ শে জানুয়ারীর পর থেকে উহান শহরকে নাকাবন্দি করে রাখা হয়েছে। কেউ সেখান থেকে বেরোতে পারছে না, কেউ সেখানে যেতেও পারছে না। গত ২০ ই ফেব্রুয়ারী উহান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনবার কথা ছিল। কিন্তু দেরিতে হলেও ভারতীয়দের জন্য সুখবর ২৬ শে ফেব্রুয়ারী তাঁদের আনতে চীনের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় বিমান।