প্রিয় ‘দিদি’ আর রইলেন না, প্রয়াত ‘গোলমাল’ খ‍্যাত অভিনেত্রী মঞ্জু সিং

বাংলাহান্ট ডেস্ক: বাংলা নতুন বছরের শুভ সূচনার মাঝেই বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি থেকে এল খারাপ খবর। প্রয়াত ‘গোলমাল’ (Gol Maal) খ‍্যাত বর্ষীয়ান অভিনেত্রী মঞ্জু সিং (Manju Singh)। গায়ক, লেখক তথা গীতিকার স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire) সর্বপ্রথম এই খারাপ খবরটি জানান। তবে অভিনেত্রীর মৃত‍্যুর আসল কারণ এখনো স্পষ্ট হয়নি।

টুইটে স্বানন্দ কিরকিরে লেখেন, ‘মঞ্জু সিং জি আর আমাদের মাঝে নেই। দূরদর্শনের জন‍্য ওঁর শো স্বরাজ লেখার জন‍্য মঞ্জু জি আমাকে দিল্লি থেকে মুম্বই নিয়ে এসেছিলেন। দূরদর্শনের জন‍্য উনি এক কাহানি, শো টাইমের মতো একাধিক অনুষ্ঠান বানিয়েছিলেন। হৃষিকেশ মুখোপাধ‍্যায়ের ছবি গোলমালের রত্না, আমাদের প্রিয় মঞ্জু জি আপনার ভালবাসা কীভাবে ভুলব! বিদায়’।

cats
একাধারে অভিনেত্রী, প্রযোজক এবং সঞ্চালিকাও ছিলেন মঞ্জু সিং। ভারতীয় টেলিভিশনের নক্ষত্র স্বরূপ ছিলেন তিনি। স্বরাজ, এক কাহানি, শো টাইম এর মতো জনপ্রিয় টিভি শোয়ের প্রযোজনা করেছেন তিনি। প্রতিটি শো ই অত‍্যন্ত জনপ্রিয় ছিল সে সময়ে।

দীর্ঘ সাত বছর ধরে বাচ্চাদের জন‍্য জনপ্রিয় শো ‘খেল খিলোনে’র সঞ্চালিকার দায়িত্ব সামলেছেন মঞ্জু সিং। সবার প্রিয় ‘দিদি’ ছিলেন তিনি। পরবর্তীকালে সুপারহিট ছবি ‘গোলমাল’ এও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। রত্নার চরিত্রে অভিনয় করেছিলেন মঞ্জু সিং।

এরপ‍র বেশ কয়েকটি আন্তর্জাতিক শিশু এবং তরুণদের চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন তিনি। শিক্ষা ও সংষ্কৃতির প্রতি মঞ্জু সিং এর অবদানের জন‍্য ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার মঞ্জু সিংকে সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশনেও নিযুক্ত করে। এমন একজন প্রতিভাবান মানুষের প্রয়াণে শোকস্তব্ধ বলিউডও। শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সদস‍্যরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর