বাংলাহান্ট ডেস্ক : এখন গোটা দেশজুড়ে চলছে বিয়ের মরশুম। এই অবস্থায় ক্রমাগত দাম বেড়ে চলেছে সোনার। এই আবহে বুধবার কিছুটা হলেও কলকাতায় দাম কমল হলুদ ধাতুর। জিএসটি এবং টিসিএস বাদে ২৪ ক্যারেট পাকা সোনার বাট কলকাতায় গ্রাম প্রতি ৬৬০৫ টাকায় বিক্রি হচ্ছে। ১০ গ্রামের ২৪ ক্যারেট পাকা সোনার বাট বিক্রি হচ্ছে ৬৬০৫০ টাকায়।
জিএসটি এবং টিসিএস ছাড়া ২৪ ক্যারেট খুচরো পাকা সোনা ৬৬৩৫ টাকা প্রতি গ্রামে বিক্রি হচ্ছে। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা আজ বিকোচ্ছে ৬৬৩৫০ টাকা। প্রতি ১০ গ্রামে গতকালের তুলনায় সোনার দাম ৬০০ টাকা এবং সোনার বাটের দাম ১০০ টাকা করে হ্রাস পেয়েছে কলকাতায়।
আরোও পড়ুন : একধাক্কায় ৮টি স্টেশনের নাম বদল! লোকসভা ভোটের আগে কোথায় ঘটল এমন ঘটনা?
২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ প্রতি গ্রাম ৬৩১০ টাকা আজ। ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ কলকাতায় ৬৩১০০ টাকা। ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম গতকালের তুলনায় আজ গ্রাম প্রতি ১০০ টাকা করে কমেছে। ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কলকাতায় গতকাল ছিল ৬৩২০০ টাকা।
আজ ৭৩১০০ টাকায় কলকাতায় প্রতি কেজিতে রূপো বিক্রি হচ্ছে। আজ ৭৩২০০ টাকায় প্রতি কেজি খুচরো রুপো বিক্রি হচ্ছে কলকাতায়। কলকাতায় গতকালের তুলনায় আজ প্রতি কেজি রুপোর দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল কলকাতা এক কেজি রুপোর দাম ছিল ৭৩০০০ টাকা। খুচরো রুপোর দাম গতকাল কলকাতায় ছিল ৭৩১০০ টাকা।