বাংলাহান্ট ডেস্ক : ভারতীয়দের কাছে সোনার মূল্য (Gold Price) অমূল্য। বিশেষ করে নারীদের কাছে সোনার (Gold) গহনা অত্যন্ত আকর্ষণীয় একটি ধাতু। আবার অনেকের কাছে সোনা (Gold) বিনিয়োগের একটি মাধ্যম। তাই যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে (Investment) বিশ্বাস করেন তারা সোনা কিনে রাখেন অল্প অল্প করে।
বিয়ে ও অন্যান্য উৎসবের সময় সোনার (Gold) চাহিদা থাকে তুঙ্গে। সাম্প্রতিক অতীতে হুহু করে বেড়েছে সোনার দাম। তবে সম্প্রতি পেশ হওয়া বাজেটের পর কিছুটা হলেও হ্রাস পেয়েছে সোনার দাম। আজ সোনার দাম কত? পাশাপাশি কত টাকায় রূপো (Silver) বেচা হচ্ছে জানেন? চলুন দেখে নেওয়া যাক।
সোনা (Gold) আর রূপোর (Silver) দর
কলকাতায় শুক্রবার ২২ ক্যারেটের এক গ্রাম হলমার্ক সোনা বিক্রি হচ্ছে ৬৬৯৫ টাকায়। ২২ ক্যারেটের দশ গ্রাম সোনার মূল্য ৬৬৯৫০ টাকা। ২৪ ক্যারেটের খুচরো পাকা এক গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭০৪৫ টাকায়। সেখানে দশ গ্রাম সোনা কিনতে হলে খরচ করতে হচ্ছে ৭০৪৫০ টাকা। ২৪ ক্যারেট এক গ্রাম ওজনের পাকা সোনার বাট কিনতে হলে খরচ করতে হচ্ছে ৭০১০ টাকা।
আরোও পড়ুন : গাড়ির আছে নিজের? পাল্টে গেল নিয়ম! প্রকাশ্যে এল বড় আপডেট
সেখানে ১০ গ্রাম সোনার বাটের দাম পড়ছে ৭০১০০ টাকা। ০২ অগস্ট, ২০২৪ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৮৪০০০ টাকা, যা গত দিনের থেকে ০.৬০ শতাংশ পরিবর্তিত হয়েছে। অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজিের দাম ৮৪১০০ টাকা, গত দিনের তুলনায় এই দামের পরিবর্তন হয়েছে ০.৬০ শতাংশ।
এখানে যে সোনার দাম দেখানো হয়েছে তা করমুক্ত। বাজারে এই সোনা (Gold) কিনতে হলে সোনার দামের সাথে যুক্ত হবে GST এবং TCS। এই প্রতিবেদনে শুধুমাত্র কলকাতার (Kolkata) বাজারে সোনার দাম আলোচনা করা হল। দেশের অন্যান্য জায়গায় এমনকি পশ্চিমবঙ্গের অন্যত্র সোনার দাম ভিন্ন হতে পারে।