বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বিয়ের মরশুমে কিছুটা সস্তা হল সোনা (Gold)। 700 টাকা করে 22 ও 24 ক্যারেটের সোনার দাম কমল। এর ফলে 10 গ্রাম সোনার দাম এখন 75 হাজার টাকার নিচে। এই নিয়ে হলুদ ধাতু চলতি সপ্তাহে দ্বিতীয়বারের জন্য সস্তা হয়েছে। সোনার দাম গত 12ই এপ্রিল উঠেছিল রেকর্ড দামে।
সেদিন 10 গ্রাম সোনা বিক্রি হচ্ছিল 73,958 টাকায়। 10 গ্রাম সোনার 12ই এপ্রিল থেকে আজ পর্যন্ত দাম কমেছে 3300 টাকা। ইরান ও ইজরায়েল যুদ্ধের আবহে গত মার্চ মাসে বিশ্বজুড়ে সোনার দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সোনার দাম বৃদ্ধি পেয়েছিল ভারতেও। যুদ্ধের আঁচ কিছুটা কমায় ফের একবার সস্তা হতে শুরু করেছে হলুদ ধাতু।
আরোও পড়ুন : উইকেন্ডে কমল পেট্রোল ডিজেলের দাম, জারি হল নয়া রেট! কততে বিক্রি হচ্ছে কলকাতায়?
গতকাল বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ছিল 2.301 ডলার। এক সপ্তাহে 48 ডলার হ্রাস পেয়েছে সোনার দাম। ভারতের বাজারে যেখানে 18 এপ্রিল 10 গ্রাম সোনা বিক্রি হয়েছে 73.477 টাকায়, সেখানে 2 মে ১০ গ্রাম সোনার দাম নেমে এসেছে 65,740 টাকায়। 22 ক্যারেট সোনার দাম (প্রতি 10 গ্রাম) গতকাল কলকাতায় ছিল 65,740 টাকা ও 24 ক্যারেট সোনার দাম (প্রতি 10 গ্রাম) ছিল 71,720 টাকা।
চেন্নাইতে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যথাক্রমে 66,140 টাকা ও 72,150 টাকা। বেঙ্গালুরুতে ২২ ক্যারেট ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে 65,740 টাকা 71,720 টাকা। বলে রাখা ভালো এই দামগুলি জিএসটি ছাড়া। সরকার সোনার উপর 3 শতাংশ কর আদায় করে থাকে। তাই গয়না কেনার সময় আরো বেশি অর্থ প্রদান করতে হয় নির্ধারিত অর্থের থেকে। তারসাথে যুক্ত হয় মেকিং চার্জ।