খুশির খবর! আপনি কি সোনা (Gold) কিনতে চান? তবে দেরি না করে এখনই কিনে নিন। এই সুযোগ হয়তো আর পাওয়া যাবেনা; কারণ আজ আবার কমেছে সোনা-রুপোর দাম। MCX এ সোনার দাম 325 টাকা কমেছে। আর গত পাঁচ দিনের হিসেব দেখলে সোনার দাম প্রায় 3,500 টাকা মতো কমেছে। খবর অনুযায়ী, MCX-এ 10 গ্রাম সোনার দাম 325 টাকা (Indian Rupee) কমে 51,999 টাকায় লেনদেন চলছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে কমে চলেছে সোনার দাম। আজ আবার সোনা এবং রূপা উভযয়ের দাম MCX-এ হ্রাস পেয়েছে। MCX-এ রুপোর দামও 561 টাকা কমে 68,283 টাকা প্রতি কেজি লেনদেন চলছে। ফলে এই সুযোগ পরে পাওয়া যাবে কিনা সন্দেহ।ঘটনা হলো এই যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্ব বাজারে বিক্রি বন্ধ রয়েছে ফলে অনেক দেশের অর্থনৈতিক অবস্থা স্তব্ধ হয়ে পড়েছ। বিশ্ব বাজারেও সোনার দাম কমেছে। আর এর প্রভাবেই যে সোনা ও রুপোর দাম কমে চলেছে তা বলাবাহুল্য।
আমদানির দিকে নজর দিলে দেখা যাবে, চলতি আর্থিক বছরের প্রথম এগারো মাসে অর্থাৎ এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে ভারতে সোনার আমদানি 73 শতাংশ বেড়েছে, যা এককথায় অসাধারণ বললেও কম বলা হয়।
তবে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন তবে কিছু জিনিস জেনে রাখা ভালো যেমন সোনার বিশুদ্ধতা যাচাই। যেমন ধরুন 24 ক্যারেট খাঁটি সোনার গায়ে 999 লেখা থাকে আবার সেখানে 22 ক্যারেটের গয়নার উপর 916 লেখা থাকে। 21 ক্যারেট সোনায় 875 লেখা দেখবেন তেমনি 14 ক্যারেটের গয়নার উপর 585 লেখা দেখতে পাবেন।
এত গেলো যাচাই। এরপরে আসে এদের দাম দেখে নেওয়া। অবশ্য দাম হলে বর্তমানে তা আপনি ঘরে বসে সহজেই জানতে পারবেন। এর জন্য 8955664433 নম্বর এ একটি মিসড কল করতে হবে। এর পর ফোনে একটি মেসেজ আসবে যেখানে দেখা যাবে সোনার সর্বশেষ রেট।