দক্ষিণ ভারতে রেল চালাতে চলছে সোনার রথ, বিলাস বহুল ট্রেনে ভ্রমণের জন্য উৎসাহিত জনতা

বাংলাহান্ট ডেস্কঃ ট্রেনের (Train) ভেতরে থাকবে স্মার্ট টিভি (Smart TV)। আমাজন, নেটফ্লিক্স ও হটস্টারের মাধ্যমে ট্রেন মধ্যস্ত যাত্রীরা নিজেদের পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে পাবে। আপ্যায়ণ হবে রাজকীয় ভঙ্গিতে। অভিজ্ঞ সেফরা বানাবেন যাত্রীদের জন্য খাবার। এই সব পরিষেবা পাওয়া যাবে ‘দ্যা গোল্ডেন ছারিওটে’ (‘The Golden Chariot)।

Golden

ভারতীয় রেলের (Indian Rail) তরফ থেকে চালু করা হল এই বিলাসবহুল ট্রেন। এই ট্রেন চলবে কর্ণাটকের (Karnataka) বুকে। এই গোল্ডেন রথ চলতে শুরু করবে ২২ শে মার্চ থেকে। আগামী ২২ মার্চ, ২৯ মার্চ ও ১২ এপ্রিল চলবে এই রথের সফর। আইআরসিটিসি (IRCTC)- এর দায়িত্বে এই ট্রেনের কারুকার্য একদম নতুন আঙ্গিকে করা হয়েছে। নতুন ভঙ্গিতে সেজেছ এই ট্রেন। যাত্রীদের সুবিধার্থে এই ট্রেন সাজানো হয়েছে বিলাস বহুল ভাবে। ট্রেনের মধ্যে রয়েছে আধুনিক ডিজাইনের এবং উন্নতমানের আসবাবপত্র। ট্রেনময় ছড়িয়ে রয়েছে প্রচুর জিনিসপত্র।

এই ট্রেন চলবে বন্দিপুর (Bandipur) জাতীয় উদ্যান, মাইসোর, হ্যালেবিডু, চিকমাগালুর, হাম্পি, বাদামি-পাট্টাডাকাল-আইহোল ও গোয়া হয়ে বেঙ্গালুরুতে (Bengaluru) ফিরবে। এই ট্রেনে যাত্রীদের প্রয়োজনীয় প্রায় সব কিছু রাখার ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের যাতে কোন রকম সমস্যা না হয় সেদিকিটা ভালো করে লক্ষ্য রাখা হচ্ছে। অভিজ্ঞ শেফদের দিয়ে দেশি থেকে আন্তর্জাতিক স্তরের নানারকম লোভনীয় খাবার বানানো হবে যাত্রীদের জন্য। নতুন পর্দা, সোফা, সমস্ত রুম এবং বাথরুম সাজানো হয়েছে আধুনিক এবং উন্নতধরনের সরঞ্জাম দিয়ে।

train

যাত্রী সুবিধার্থে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও এই বিশেষ ট্রেনে থাকছে স্মার্ট টিভি, যার সাহায্যে যাত্রীরা তাঁদের পছন্দের অনুষ্ঠান আমাজন, নেটফ্লিক্স ও হটস্টারের সাহায্যে দেখতে পারবে এবং আনন্দ উপভোগ করতে পারবে।

Smita Hari

সম্পর্কিত খবর