রেকর্ড দাম বৃদ্ধি সোনা-রুপোর, দাম আরও ঊর্ধ্বগামী হতে পারে বলে ধারণ

 

বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই চলছে বিয়ের মরশুম আর এর মধ্যেই সর্বকালের রেকর্ড করলো সোনার দাম। বাজেটে দামি ধাতু রত্নে অতিরিক্ত শুল্ক বসানোর পর থেকেই বাজারে ঊর্ধ্বমুখী হতে থাকে সোনার দাম। চলতি সপ্তাহে বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৩৭ হাজার ৬২৫ টাকা। সপ্তাহের শেষ দিকে সোনার দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে ধারণা।

এই মুহূর্তে দেশে ১০ গ্রাম সোনার দাম ৩৮ হাজার ৮৯২ টাকা। শুধু সোনাই নয়,রুপোর দামও প্রতি কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৪৫হাজার হাজার ৪০ টাকায়।প্রতি কেজি হিসেবে রুপোর দাম বেড়েছে ১১৪০ টাকা। যদিও আন্তর্জাতিক বাজারে সোনার দাম আপতত হেরফের হয়নি সেভাবে
প্রতি আউন্সে ১৫০০০ ডলার হিসেবে চলছে সোনার দাম।

images 34

সোনার দামের এই বৃদ্ধিতে কাজেই মাথায় হাত পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। হঠাৎ সোনার দাম এতটা বেড়ে যাওয়ায় বিয়ের মরশুমেও দোকানগুলিতে মাছি। তাড়াচ্ছেন ব্যবসায়ীরা এমন ভাবে সোনার দাম ঊর্ধ্বমুখী হতে থাকলে উৎসবের মরশুমেও বিক্রি-বাট্টা হবে না বলে ধারণা স্বর্ণ ব্যবসায়ীদের।


Udayan Biswas

সম্পর্কিত খবর