অবিশ্বাস্য! এইসব দেশে এক্কেবারে সস্তায় মিলবে সোনা! জলের দরে কেনার আগে লিস্টটা দেখুন

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয়দের কাছে সোনার (Gold) গুরুত্ব নতুন করে বলার নয়। বিয়ে হোক বা বিনিয়োগ, ভারতীয়দের সোনার প্রতি আকর্ষণ বরাবরের। তবে পাল্লা দিয়ে ক্রমশ বেড়ে চলেছে সোনার দাম। বর্তমানে ২৪ ক্যারেটের ১ ভরি সোনা ভারতের বাজারে ছাড়িয়েছে ৭৫ হাজারের গণ্ডি। তবে বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে ভারতের তুলনায় অনেকটাই সস্তায় পাওয়া যায় সোনা।

Gold Price

যদি এই সব দেশে আপনারা ঘুরতে যান তাহলে সস্তায় কিনে আনতে পারেন হলুদ ধাতু। এক কথায় বলতে গেলে রথ দেখা আর কলা বেচা দুইই হবে। আজকের প্রতিবেদনে এমন কিছু দেশ সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেখানে ভারতবর্ষের থেকে অনেকটাই সস্তায় কিনতে পারবেন সোনা (Gold)। চলুন জেনে নেওয়া যাক।

সস্তায় মিলবে সোনা (Gold)

• ইন্দোনেশিয়া : পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় একটি ডেস্টিনেশন ইন্দোনেশিয়া। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য বরাবর আকর্ষণ করেছে পর্যটকদের। বর্তমানে ইন্দোনেশিয়ায় ২৪ ক্যারেটের সোনা পাওয়া যাচ্ছে  ১,৩৩০,২২৬ আইডিআর মূল্যে (ইন্দোনেশিয়া রুপিয়া)। ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ হাজার টাকা কমে এখানে মিলছে সোনা।

আরোও পড়ুন : মমতাময় পুজো কার্নিভাল! ‘সেরা’ দিদির গান, নায়িকাদের সাথে ডান্ডিয়া নাচ, আর কী হল?

• দুবাই : প্রযুক্তিগত দিক থেকে দুবাই বিশ্বের অন্যতম শীর্ষ একটি দেশ। দুবাইতে সোনা অনেকটাই সস্তা ভারতের থেকে। দুবাইতে ১০ গ্রাম সোনার দাম ৭২,৪৩০ টাকা।

• মালাওয়াই : পূর্ব আফ্রিকার এই দেশে ২৪ ক্যারেটের এক ভরি সোনার মূল্য ১,৪৮২,৬৬০.৭০ MWK। ভারতের দামের বিচারে প্রায় ৫০০০ টাকা প্রতি ভরিতে দাম কম এখানে।

Gold Price

• হংকং : পর্যটকদের কাছে হংকং অন্যতম প্রিয় ডেস্টিনেশন। ভারতের তুলনায় এখানে ভরি প্রতি সোনার দাম ৫০০০ টাকা কম।

• কম্বোডিয়া : ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা এই দেশে পড়ছে ৩৪৭,৩৭৮.৪৩ KHR। ভারতের তুলনায় বেশ কিছুটা সস্তায় এখানে সোনা কিনতে পারবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর