ভারতেও হবে সোনার বৃষ্টি, প্রতি বছর উত্তোলন হবে ৭৫০ কেজি হলুদ ধাতু! জানুন কোথায় আছে এই খনি

বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে সোনা অত্যন্ত মূল্যবান একটি ধাতু হিসাবে বিবেচিত হয়ে এসেছে। ভারতে প্রতিবছর প্রচুর পরিমাণ সোনার চাহিদা থাকে। তবে এই চাহিদার বেশিরভাগটাই ভারতকে আমদানি করতে হয়। তবে আনন্দের খবর আগামী বছর থেকেই সোনা উত্তোলিত হতে শুরু করবে দেশের সবথেকে বৃহত্তম বেসরকারি স্বর্ণ খনিতে।

অন্ধ্র প্রদেশের কুরনুল জেলার তুগালি মণ্ডলমে রয়েছে এই স্বর্ণ খনি। Geomysore Services India Limited এই স্বর্ণ খনির পরিচালনার দায়িত্বে রয়েছে। ২০১৩ সালে সোনা উত্তোলন করার অনুমোদন দেওয়া হয় এই সংস্থাটিকে। এরপর ৮-১০ বছর সময় লেগে গেছে এখান থেকে সোনা খুঁজে বার করতে। জিওমিসোর সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের প্রায় ৪০% অংশীদারি রয়েছে ডেকান গোল্ড মাইনসের।

আরোও পড়ুন : প্রয়াত অমর্ত্য সেন? বাবার মৃত্যুর খবর নিয়ে মুখ খুললেন নোবেলজয়ীর কন্যা

ডেকান গোল্ড মাইনস লিমিটেড দেশের প্রথম ও একমাত্র BSE তালিকাভুক্ত স্বর্ণ সন্ধানকারী সংস্থা। দেশের বাইরেও সোনার খনি আছে ডেকান গোল্ড মাইনস লিমিটেডের। এই সংস্থার ৬০ শতাংশ শেয়ার রয়েছে কিরঘিজিস্তানের একটি সোনার খনি প্রকল্পে। PTI সূত্রে খবর, ভারতের বৃহত্তম বেসরকারি সোনার খনিতে আগামী বছর থেকেই উৎপাদন শুরু হতে পারে। 

gold mine

আগামী বছরের শেষের দিকে অর্থাৎ ২০২৪ এর ডিসেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে জোনাগিরি গোল্ড প্রজেক্টে উৎপাদন। ডেকান গোল্ড মাইনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হনুমা প্রসাদ জানাচ্ছেন, পূর্ণ মাত্রায় উৎপাদন শুরু হলে প্রতিবছর ৭৫০ কেজি করে সোনা উত্তোলন করা সম্ভব হবে। এখনো পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এই খনিতে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর