বাংলাহান্ট ডেস্ক : সোনার (Gold) কদর বিশ্বে যে কতটা, সেটা হয়তো আর বলে বোঝানো প্রয়োজন পড়ে না। এই হলুদ ধাতুর ক্রমাগত মূল্যবৃদ্ধি হচ্ছে আন্তর্জাতিক বাজারে! সোনার গহনা মানেই জমানোর প্রবণতা। সেই প্রবণতা বাড়ছে ক্রমাগত। আমজনতা থেকে রাষ্ট্রশক্তিও এখন এই হলুদ ধাতু জমানোর জন্য উদগ্রীব।
সোনাকে নিরাপদ বিনিয়োগ বলে মনে করা হয়। দেশের মুদ্রার দাম নিয়ন্ত্রণে সোনার ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে সোনার চাহিদা ও দাম (Gold Price) বেশ বাড়ছে। আন্তর্জাতিক বাণিজ্য চালাতে সমস্যায় যাতে পড়তে না হয়, তাই টন টন সোনা জমাচ্ছে বিশ্বের প্রত্যেকটি দেশ। ভারতও (India) রয়েছে সেই তালিকায়।
সোনার নিরিখে কততে আছে ভারত (India)?
সোনা জমানোর দিক থেকে ভারতের থেকে এগিয়ে আছে কোন দেশগুলো? কোন দেশ কত পরিমাণ সোনার অধিকারী? ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এবার দিল সেই তালিকা। সেখানে নাম রয়েছে ভারতের (India), তবে বেশ নিচের দিকে। বিশ্বের সর্বাধিক শক্তিশালী অর্থনীতির দেশ আমেরিকা রয়েছে তালিকার প্রথমেই।
আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কে ৮১৩৩.২৬ টন সোনা মজুত রয়েছে। আমেরিকা যে সোনা মজুত করেছে তার পরিমাণ ফ্রান্স, ইটালি এবং জার্মানির সম্মিলিত সম্পদের প্রায় সমান। আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। ৩,৩৫৯.১ মেট্রিক টন সোনা রয়েছে জার্মানির ভাঁড়ারে। জার্মানির বেশির ভাগ সোনা সঞ্চিত রয়েছে নিউ ইয়র্ক, লন্ডন এবং ফ্রাঙ্কফুর্টে মজুত আছে।
আরোও পড়ুন : সচিনের গ্যারেজে নতুন অতিথি! কিনে ফেললেন এই বিলাসবহুল গাড়ি, দাম জানলে চমকে উঠবেন
আমেরিকা, জার্মানির পরেই রয়েছে ইটালি। তাদের সঞ্চিত সোনার পরিমাণ ২,৪৫১.৮ মেট্রিক টন। বর্তমানে বিশ্বের সপ্তম তালিকায় তথা সোনা জমানোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। প্রায় ২ হাজার ৪৩৬ টন সোনা জমিয়েছে এই দেশ। ষষ্ঠ স্থানে রয়েছে সুইৎজ়ারল্যান্ডের মজুতে ১০৩৯ টন সোনা। জাপানকে টেক্কা দিয়ে সপ্তম স্থানে রয়েছে ভারত (India)।
আরোও পড়ুন : মঞ্জুর! RG Kar-কাণ্ডে বিরাট সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের
রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুসারে, ভারত (India) এই বহর সবচেয়ে সোনা জমিয়েছে। অক্টোবরের শেষ পর্যন্ত ভারতের কাছে মোট সোনা রয়েছে ৮৫৮.৩ টন। ভারতের পরেই স্থান জাপানের। ৮৪৫ টন সোনা আছে এই দেশের। নয় নম্বরে আছে নেদারল্যান্ডস। ৬১২ টন সোনা রয়েছে এই দেশের কাছে। ৫৯৫ টন সোনা জমিয়ে দশ নম্বরে রয়েছে তুরস্ক।