বড় খবরঃ লাগাতার পতন স্বর্ণ বাজারে, ৪৬ হাজারের ঘরে দাঁড়াল সোনার দাম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম (gold price)। প্রতিদিনই একটু একটু করে কমতে কমতে ৪৬ হাজারের ঘরে দাঁড়াল সোনার দামের গ্রাফ। ফেব্রুয়ারী মাসের শুরুতে বাজেট পেশ করার পর থেকে সোনার দামের পতন অব্যাহত রয়েছে। বিয়ের মরশুমে মাথায় হাত পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। উল্টে বেশ কিছুটা সস্তায় সোনার গহনা কিনে, বেজায় খুশি ক্রেতারা।

সপ্তাহের শেষে এসে শনিবারেও বেশ খানিকটা কমল সোনার দাম। বিকেল ৫ টা পর্যন্ত সোনার দামের ভারী পতন লক্ষ্য করা গেল।

silver gold price on 1 st february in kolkata

সোনার দাম
কলকাতায় আজকের দিনে গহনা সোনার দাম (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ৪৬ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে। ১০ গ্রামের দাম কমে দাঁড়িয়েছে- ৪৬৭৮০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৬৭৮ টাকা।

দিল্লীতে এই গহনা সোনার আজকের দিনে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৬২০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬২০ টাকা। যা কলকাতার থেকে বেশ অনেকটাই কম রয়েছে।

উল্টোদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কলকাতায় দাঁড়িয়েছে ৪৯৪৮০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৯৪৮ টাকা।

দিল্লীতে রয়েছে ১০ গ্রামের দাম ৫০৪০০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫০৪০ টাকা।

সোনার দামের রেট চার্ট দেখলে দেখা যায় কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায় আজকের দিনে দাম রয়েছে সবথেকে কম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৪০৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪০৫ টাকা।

রূপোর দাম
সোনার দাম কমলেও আজকে কিন্তু রূপোর দাম (today’s silver price) বেড়েছে। ১ গ্রামের দাম ৬৮.৭০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৮৭ টাকা।

X