সোনার দামে (gold price) আসতে পারে বড়সড় পরিবর্তন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনার পজিটিভ বলে জানা গেছে। তাই বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসাবে সোনায় বিনিয়োগ করতে পারেন। যার পরিপ্রেক্ষিতে এক থেকে দুই দিনের মধ্যে ভারতে সোনার দাম দ্রুত বাড়তে পারে।
করোনার সঙ্কটের মধ্যে বিনিয়োগকারীরা গোল্ডকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসাবে বিবেচনা করায় হু হু করে দাম বেড়েছিল সোনার। যার ফলে সোনার দাম বেড়ে ৫০ হাজারের গন্ডি ছাড়িয়ে গিয়েছিল। এরপর এই বিনিয়োগ কিছুটা কমে সোনার দাম নীচে নেমে যায়। এই মুহুর্তে সোনার দাম রয়েছে বেশ কিছুটা কমই। তাই এই মুহুর্তে সোনার কিনে রাখা ভাল।
আজ ২ অক্টোবর জাতির জনকের জন্মদিন। তাই বন্ধ ছিল ভারতের শেয়ার মার্কেট। আগামী ২ দিন শনি ও রবিবার হওয়ায় শেয়ার মার্কেট খুলবে না। তাই সোনার দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সোমবার মার্কেট খোলার সাথে সাথেই হু হু করে বাড়তে থাকবে এমনটাই
কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) ৪৮ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৮৮৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮৮৬০ টাকা। দিল্লীতে সবসময়ই কলকাতার থেকে বেশ কম থাকে সোনার দাম। আজ দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮৩৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮৩৫০ টাকা।