লাখ টাকা ছাড়াল রুপো, ধরাছোঁয়ার বাইরে সোনাও! চিনের একটি চালেই হু হু করে বাড়ছে দাম

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মধ্যবিত্ত গহনা প্রেমীদের আশায় জল ঢেলে দিয়ে দিনের পর দিন বাড়ছে সোনার (Gold Price) দাম। দু’দিন দাম কমতেই সকলে ভেবেছিলেন, কিছুটা স্বস্তি মিললো বোধ হয়। কিন্তু কোথায় কি! সোনার দাম যেভাবে দিন দিন বাড়ছে তাতে, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে।

সোনার (Gold Price) দর বৃদ্ধি

সোনার (Gold Price) অলংকারের প্রতি স্বাভাবিকভাবেই ভালোবাসা থাকে সকলের। কিন্তু তাতে বাধ সাধছে সোনার দাম। ২৪ ক্যারেট বিশুদ্ধ ১০ গ্রাম সোনার দাম এখন ৮৫ হাজার টাকার গণ্ডি পেরিয়ে ৮৫,২১০ টাকায় গিয়ে ঠেকেছে। একই দাম কলকাতা, মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদে। যদিও দিল্লিতে ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার কিছু বেশি অর্থাৎ ৮৫৩৬০ টাকা।

আরোও পড়ুন : অ্যাডমিট কার্ড দেখালেই ছাড়! মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ

কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও মুম্বইতে ২২ ক্যারেট গয়না সোনার দাম এক- ৭৮,১১০ টাকা। দিল্লিতে কিছু বেশি- ৭৮,২৬০ টাকা। বাদ যায়নি রুপো। দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম দেখে চোখ কপালে ওঠার জোগাড়। দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বইতে একই দামে অর্থাৎ কেজি প্রতি ৯৯,৪০০ টাকায় বিক্রি হচ্ছে রুপো।

আরোও পড়ুন : ‘কুম্ভ হোক বা বাজেট, কৃতিত্ব নিলেও দায় এড়ায় বিজেপি’! বিস্ফোরক তৃণমূল নেতা তন্ময় ঘোষ

অন্যদিকে চেন্নাইতে এক কেজি রুপোর দাম (Silver Price) কত জানেন? ১ লাখ ছাড়িয়ে গিয়েছে এক কেজি রুপোর দাম ১,০৫,৯০০ টাকা। দিনের পর দিন এইভাবে সোনা এবং রুপোর দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত সকলেই। কিন্তু কেন এভাবে সোনার উপর দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে?

Gold price hike for China

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নেপথ্যে রয়েছে চিনের হাত। চিনের শুল্ক আরোপের কারণেই মার্কিন সোনার (Gold Price) দাম রীতিমত পাহাড় সমান হয়ে চলেছে। যার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেশীয় বাজারেও বৃদ্ধি পাচ্ছে সোনার দাম।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X