ফের বিপাকে পাকিস্তান! পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া দামের পর এবার দ্বিগুণ হল সোনার দাম

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের আম জনতার সমস্যা দিনদিন বেড়েই চলেছে। পেট্রোল ডিজেলের পর এবার দেশের সোনার দাম এখনো পর্যন্ত সবথেকে উচ্চতম স্তরে পৌঁছে গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘ডন” অনুযায়ী, ১০ গ্রাম সোনার দাম এখন সর্বাধিক উঁচু স্তরে পৌঁছে ৯০ টাকা হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, ১০ গ্রাম সোনার দাম ভারতে আজকে ৩৯,৯৭০ টাকা। আরেকদিকে পাকিস্তানে এই ১০ গ্রাম সোনার দাম ৯০ হাজার টাকায় পৌঁছেছে। এটা ভারতের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি।

pakistani currency 1558499189

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর পাকিস্তান ভারতের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে। এমনকি বৈশ্বিক স্তরে ভারতের বিরুদ্ধে সমর্থন জোটাতে কখনো এদেশ, কখনো ওই দেশের কাছে হাত জোর করে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু কোন দেশই পাকিস্তানের সমর্থনে আসেনি। উলটে পাকিস্তান যাদের কাছে সমর্থন চাইতে গেছিল, তাঁরা ভারতের পক্ষে দাঁড়িয়ে বলেছে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ মামলা, তাই তাঁরা এই ইস্যু নিয়ে হস্তক্ষেপ করবেনা।

1 33

আরেকদিকে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া এবং জম্মু কাশ্মীরের বিশেষ রাজ্যের তকমা ছিনিয়ে নেওয়ার পর পাকিস্তান ভারতের সাথে সবরকম ব্যাবসায়িক সম্পর্ক ছিন্ন করে দেয়। পাকিস্তানের এই পদক্ষেপে ভারতের কোন ক্ষতি না হলেও, পাকিস্তানের দৈনন্দিন বাজারে আগুন লেগে যায়। পাকিস্তানে এখনো শাক-সবজি থেকে শুরু করে দুধ সব কিছুরই দাম কয়েক গুন বেড়ে গেছে।

2 18

এমনকি এখন পাকিস্তানে পেট্রোল ডিজেলের দামও আকাশ ছোঁয়া। দেশ স্বাধীনের পর পাকিস্তান এই প্রথম এতবড় ক্ষতির সন্মুখিন। পাকিস্তানের আর্থিক অবস্থা দিনদিন তো খারাপ হচ্ছেই, আরেকদিকে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় শুন্য। আর এর মধ্যে পাকিস্তান বারবার ভারতের সাথে যুদ্ধ করার হুমকিও দিচ্ছে। দিন কয়েক আগে পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞ দাবি করে জানান যে, পাকিস্তান যদি এই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ কোর্টে চায়, তাহলে তাঁরা টিকবে না। আর পাকিস্তান যুদ্ধের জন্য এগিয়েও যাবেনা। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে এটা স্পষ্ট যে, ভারতের ক্ষতি করতে গিয়ে তাঁরা এখন নিজেরাই ভিখারি হয়ে গেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর