বড় খবর! ফের একবার দাম কমল সোনা-রুপোর, জেনে নিন সর্বশেষ দর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সোমবার অর্থাৎ আজ, সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনেই সোনা (Gold Price) এবং রূপোর দামে পতন পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই MCX এক্সচেঞ্জে সোনার দেশীয় ফিউচার মূল্য পতনের সাথে ট্রেড করতে দেখা গিয়েছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোমবার সকালে ৪ আগস্ট, ২০২৩-এ ডেলিভারিরর ক্ষেত্রে সোনার দর MCX-এ ০.২১ শতাংশ বা ১২৩ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫৯,৪৮৫ টাকায় লেনদেন হয়েছে। এদিকে, সোনার পাশাপাশি রুপোর দেশীয় ফিউচারের দামও কমেছে। উল্লেখ্য যে, বিশ্বব্যাপী বাজারেও সোমবার সোনা ও রূপোর দামে পতন ঘটেছে।

রুপোর দামও গিয়েছে কমে: সোমবার সোনার পাশাপাশি রুপোর দামেও পতন ঘটেছে। এদিন সকালে, ৫ জুলাই ২০২৩ তারিখে ডেলিভারির ক্ষেত্রে রুপো, MCX-এ ০.১৮ শতাংশ বা ১৩০ টাকা কমে প্রতি কেজিতে ৭১,৮৯০ টাকায় ট্রেড হয়েছে।

বিশ্বব্যাপী সোনার দাম: উল্লেখ্য যে, সোমবার সকালে বিশ্বব্যাপী সোনার দামেও পতন পরিলক্ষিত হয়েছে। Comex-এ সোনার বিশ্বব্যাপী ফিউচার মূল্য ৯.৪৭ শতাংশ বা ৯.৩০ ডলার কমে গিয়ে ১,৯৬০.৩০ ডলার প্রতি আউন্সে ট্রেড করছে। পাশাপাশি, সোনার বিশ্বব্যাপী স্পট মূল্য ০.১১ শতাংশ বা ২.০৮ ডলার কমে গিয়ে ১,৯৪৫.৮৯ ডলার প্রতি আউন্সে ট্রেড করছে।

silver gold price on 1 st december in kolkata

বিশ্বব্যাপী রূপোর মূল্য: Comex-এ রুপোর বিশ্বব্যাপী স্পট মূল্য সোমবার সকালে ০.৫৬ শতাংশ বা ০.১৩ ডলার কমে গিয়ে ২৩.৬২ ডলার প্রতি আউন্সে ট্রেড করে। অপরদিকে, রুপোর বিশ্বব্যাপী স্পট মূল্য ০.২৪ শতাংশ বা ০.০৬ ডলার কমে আউন্স প্রতি ২৩.৫৫ ডলারে ট্রেড করেছে বলে জানা গিয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X