হলুদ ধাতুর মূল্যে বড়সড় পতন! আজ কত নামল ১০ গ্রাম সোনার দাম? কেনার আগে রেট দেখুন

বাংলাহান্ট ডেস্ক : সোনার ব্যবহার আমাদের দেশে অনেকটাই বেশি। বলা হয়ে থাকে গোটা বিশ্বে ভারতের মহিলারা সব থেকে বেশি সোনা ব্যবহার করে থাকেন। শুধু গহনা তৈরির জন্যই নয়, প্রাচীনকাল থেকে আমরা সোনাকে বিনিয়োগের একটি ভালো মাধ্যম হিসেবে বিবেচনা করে এসেছি। এই সোনায় বিনিয়োগ অনেক সময় বেশ ইতিবাচক প্রভাব ফেলে আমাদের ভবিষ্যতে।

সোনার পাশাপাশি রূপো বেশ মূল্যবান ধাতু। অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করে থাকেন সোনা ও রূপোয়। তবে সোনা-রূপোয় বিনিয়োগের আগে আমাদের দাম সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। প্রায় প্রতিদিনই ওঠানামা করে সোনার-রূপোর বাজারদর। আর কিছুদিন পর শুরু হতে চলেছে দুর্গাপুজো।

আরোও পড়ুন : ইতিহাস তৈরী করতে চলছে ভারত! নয়া রুটে ছুটবে এই বিশেষ ট্রেন, গতি শুনলে চমকে উঠবেন

তারপর রয়েছে দীপাবলি-ধনতেরাসের মতো উৎসব। সেইসময় বহু মানুষ সোনা কেনার ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা ব্যয় করেন। তখন সোনা-রুপোর দাম কিছুটা উর্ধ্বগামী হয়। তবে বিগত কয়েকদিন বেশ কিছুটা পড়েছে সোনা-রুপোর দাম। আজ অর্থাৎ ৭ই অক্টোবর (শনিবার) সোনা-রুপোর বাজার দর কত জেনে নেওয়া যাক।

আরোও পড়ুন : সুসংবাদ! DA বেড়ে ৪.৮% হচ্ছে এইসব কর্মচারীদের, কারা কবে থেকে পাবেন সুবিধা?

৬ অক্টোবরে ৫০০ টাকা কমেছিল প্রতি কেজি রুপোর দাম। আজ অব্দি সেই দামে স্থির রয়েছে রূপো। এখনো পর্যন্ত রুপোর দামে পরিবর্তন দেখা যায়নি। আবার গত ৬ অক্টোবর ২২ এবং ২৪ ক্যারাটের সোনার দাম বেড়েছিল যথাক্রমে ১০ ও ৭ টাকা করে। এখনো পর্যন্ত আর দাম বাড়েনি এই দুই ক্যারেটেরই। ৬ অক্টোবরে ১ কেজি রুপোর দাম ছিল ৭০৬০০ টাকা।

gold price decrease

আজও ১ কিলো রুপোর দাম ৭০৬০০ টাকাই আছে। গতকাল অর্থাৎ ৬ অক্টোবর ২২ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫২৫০০ টাকা। আজ অর্থাৎ ৭ অক্টোবরও ৫২৫০০ টাকায় বিক্রি হচ্ছে ২২ ক্যারাটের ১০ গ্রাম সোনা। ৬ অক্টোবর ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার মূল্য ছিল ৫৭২৩০ টাকা। আজও সেই দাম অপরিবর্তিত হয়নি। শনিবার ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম পড়ছে ৫৭২৩০ টাকা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর