হয়ে যান সতর্ক! এই ৩ টি কারণে আগামী ৩ মাসে হু হু করে বাড়বে সোনার দাম, মাথায় হাত গ্রাহকদের

বাংলা হান্ট ডেস্ক: আপনার যদি এখন সোনায় বিনিয়োগ করার কথা ভাবেন বা সোনা কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আর দেরি না করে আজই তা কিনে ফেলুন। বাজার বিশেষজ্ঞদের মতে, বছরের শেষ তিন মাসে সোনার দাম (Gold Price) আকাশ ছুঁতে চলেছে। এমনকি, এটাও সম্ভব যে বাজারে মুদ্রাস্ফীতি একটি নতুন রেকর্ড স্থাপন করতে পারে। আসন্ন উৎসবের মরশুমের আবহে এই মুদ্রাস্ফীতির পেছনে রয়েছে একাধিক কারণ। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

আগামী ৩ মাসে হু হু করে বাড়বে সোনার দাম (Gold Price):

বছরের শুরুতে পাস হওয়া বাজেটে সোনার দামের (Gold Price) কাস্টম ডিউটি কমানো হয়। যার কারণে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। তখন সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭০,০০০ টাকার নিচে নেমে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত আবার তার গোল্ড রিজার্ভ বাড়ানোর ঘোষণা করেছে। যার ফলে সোনার দাম বাড়ছে।

Gold Price will increase rapidly in the next 3 months.

এর সরাসরি প্রভাব পড়বে উৎসবের মরশুমে: এদিকে, ইতিমধ্যেই গণেশ চতুর্থীর মাধ্যমে দেশে উৎসবের এবং বিবাহের মরশুম শুরু হতে চলেছে। এমন পরিস্থিতিতে সারা দেশে গহনার চাহিদা বাড়বে এবং এর ফলে সোনার দামও (Gold Price) বৃদ্ধি পাবে। সারা বছরের তুলনায় ধনতেরাসে দেশে সোনার চাহিদা অনেকটাই বেশি থাকে। বাজার বিশেষজ্ঞদের মতে, এবছর ধনতেরাসে সোনার দাম নতুন রেকর্ড গড়তে পারে।

আরও পড়ুন: মোদীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ইউনূস! কোন কারণে সায় দিচ্ছে না নয়াদিল্লি?

সুদের হার কমাতে চলেছে মার্কিন রিজার্ভ ব্যাঙ্ক: আমেরিকায় ক্রমবর্ধমান মন্দার পরিপ্রেক্ষিতে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক তার সুদের হার কমাতে পারে। আমেরিকায় মন্দার কারণ সেখানে হতে চলা প্রেসিডেন্ট নির্বাচন। এমন সময়ে সুদের হার কমানোর জন্য আমেরিকান সরকারের ওপর চাপ রয়েছে। তাই, সুদের হার কমানোর সিদ্ধান্ত এলে সোনার দাম (Gold Price) বাড়বে।

আরও পড়ুন: পাল্টে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত? রবীন্দ্রনাথের লেখা গানের প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকারের

দেশগুলির মধ্যে চলমান যুদ্ধ: যখনই বিশ্বের কোথাও যুদ্ধের আবহ তৈরি হয় তখনই সোনার দাম (Gold Price) বেড়ে যায়। বর্তমানে ইজরায়েল-হামাস ও রাশিয়া-ইউক্রেনসহ বিভিন্ন স্থানে প্রত্যক্ষভাবে অনেক স্থানে যুদ্ধ চলছে। এমতাবস্থায়, আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হলে সোনার দাম বৃদ্ধি পাবে। মূলত, সোনা কঠিন সময়ে বিমার মতো কাজ করে। ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বব্যাপী সরবরাহ চেইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক বাজারেও এর প্রভাব দেখা যাচ্ছে। এমতাবস্থায়, ঝুঁকি কমাতে বিনিয়োগকারীরা সোনাতে বিনিয়োগ বাড়ান। বিনিয়োগকারীরা সুভেরান গোল্ড সিকিউরিটিজের পরিবর্তে ফিজিক্যাল গোল্ডকে বেশি গুরুত্ব দেন। যার কারণে সোনার দামে বৃদ্ধি পরিলক্ষিত হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর