বিয়ের মরশুমে কমল সোনার দাম, একনজরে দেখে নিন বর্তমান মূল্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক:  বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর বিয়ে মানেই সোনা। বিয়ের কনেকে সাজানো, উপহার দেওয়া এবং সর্বোপরি নিজের সাজসজ্জার জন্য সোনা তো অপরিহার্য। তাই সোনার দাম বাড়লেও একেবারে কেনাকাটা বন্ধ করে দেওয়া কি সম্ভব? তবে রয়েছে খুশির খবর। অনেকটাই কমেছে সোনার দাম। টানা ৫ দিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ৭৫০ টাকা দরে।

বছরের মাঝে যে হারে সোনার দাম বেড়েছিল তার তুলনায় বছরের শেষে এসে দাম অনেকটাই নিম্নমুখী। পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ দিনে সোনার দাম ক্রমশ কমছে ভারতের বাজারে। সেপ্টেম্বরের তুলনায় এই দাম কমেছে ২৫৪০ টাকা। যোখানে সেপ্টেম্বরে ১০ গ্রাম সোনার দাম ছিল ৪০ হাজার টাকা, সেখানেই চলতি মাসে দাম দাঁড়িয়েছে ১০ গ্রাম প্রতি ৩৮.৮৯০ টাকা। মনে করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও কমতে পারে সোনার দাম।

বিশ্ব বাজারেও সোনার দামে পতন হয়েছে। এদিন প্রতি আউন্সের হিসাবে সোনার দাম ১৪৬০.৯৫ ডলার কম ছিল। বিশেষজ্ঞদের মতে, এর জন্য দায়ী মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধ।

এদিন সোনার পাশাপশি রূপোর দামও কম ছিল ভারতের বাজারে। যদিও সাম্প্রতিক হিসাব অনুযায়ী ০.০৯ শতাংশ দাম কমলেও এখন প্রতি কেজি রূপোর দাম দাঁড়িয়েছে ৪৮১৪৪ টাকা। সেখানে আগে দাম ছিল কেজি প্রতি ৪৩,৪৬৫ টাকা।

X