করোনা ভাইরাস আতঙ্কে দেশে দাম কমল সোনার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আতঙ্কে আবার সোনার দাম কমল দেশে। বৃহস্পতিবার দিল্লিতে আজ 10 গ্রাম সোনার দাম 157 টাকা কমেছে।  রুপোর দামও কেজি প্রতি 99 টাকা কমেছে। বুধবার দিল্লিতে সোনার দাম  বেড়ে ৪৪,৩৩৩ টাকায় দাঁড়িয়েছিল। আজ তা 157 টাকা কমে ৪৪,২৫০ টাকা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এক আউন্স সোনার দাম ছিল $ 1,640।

চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই ২৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

Gold Ornaments 3

বিশ্বব্যাপী সোনাকে অর্থনীতির মূল কাঠামো হিসাবে ধরা হয়। কোনো দেশের কাছে কতটা সোনা গচ্ছিত রয়েছে তার উপর সেই দেশটির অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। একই সাথে ভারতের মত দেশে সামাজিক ক্ষেত্রেও সোনার ভূমিকা অনন্য। সোনা ছাড়া আমাদের দেশে বিবাহ, অন্ন প্রাশন ইত্যাদি কোনো শুভ অনুষ্ঠান কল্পনাই করা যায় না।

গত কয়েক বছর ধরেই সোনার দাম ক্রমশ বেড়েই চলেছে। যার জন্য দেশের মধুবিত্তের কপালে চিন্তার ভাজ পড়েছে। স্বর্ণ ব্যবসায়ি সহ স্বর্ণ শিল্পীদের অনেকেই লোকসানের মুখে পড়েছে। অনেক স্বর্ণশিল্পীই সোনার কাজ ছেড়ে অন্য কাজের দিনে পাড়ি দিয়ে জীবন ধারনের জন্য


সম্পর্কিত খবর