সর্বকালীন রেকর্ড দামে পৌঁছাল সোনা, বাড়ল ১.৬ শতাংশ দাম

বাংলাহান্ট ডেস্কঃ আবার দামী হল সোনা। বিগত পাঁচ দিনের মতো সোনার দাম বেড়েছে আজও।  সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৫০০ টাকার বেশি বেড়েছিল। পৌঁছেছিল সর্বকালীন রেকর্ড দামে। সেই ধারা বজায় রেখে আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪২,৯৬০ টাকা। পাশাপাশি বেড়েছে রুপোর দামও

ভারতের পাশাপাশি সোনার দাম বেড়েছে সমগ্র বিশ্বেই। বিশ্ব বাজারে আজ সোনার দাম ১.৬% বেড়েছে। আজকের সোনার দাম প্রতি আউন্সে ১৬৪৬.২০ ডলার। যদিও বিশেষজ্ঞদের মতে চিনে করোনা ভাইরাসের আতঙ্ক কমলেই আবার সোনার দাম কমতে শুরু করবে।

2274 gold

বিশ্বব্যাপী সোনাকে অর্থনীতির মূল কাঠামো হিসাবে ধরা হয়। কোনো দেশের কাছে কতটা সোনা গচ্ছিত রয়েছে তার উপর সেই দেশটির অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। একই সাথে ভারতের মত দেশে সামাজিক ক্ষেত্রেও সোনার ভূমিকা অনন্য। সোনা ছাড়া আমাদের দেশে বিবাহ, অন্ন প্রাশন ইত্যাদি কোনো শুভ অনুষ্ঠান কল্পনাই করা যায় না।

গত কয়েক বছর ধরেই সোনার দাম ক্রমশ বেড়েই চলেছে। যার জন্য দেশের মধুবিত্তের কপালে চিন্তার ভাজ পড়েছে। স্বর্ণ ব্যবসায়ি সহ স্বর্ণ শিল্পীদের অনেকেই লোকসানের মুখে পড়েছে। অনেক স্বর্ণশিল্পীই সোনার কাজ ছেড়ে অন্য কাজের দিনে পাড়ি দিয়ে জীবন ধারনের জন্য।একই সাথে সোনার দাম বেড়ে যাওয়ার কারনে মাথায় হাত মধ্যবিত্তেরও। সামনেই বিয়ের মরশুম। আর ভারতীয় পরিবারে সোনা ছাড়া বিয়ে কল্পনা করাই যায় না।

 


সম্পর্কিত খবর