বাংলাহান্ট ডেস্ক : ভারতীয়দের কাছে সোনার (Gold) গুরুত্ব অপরিসীম। বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে সোনার ব্যবহার ছাড়াও অনেকেই সোনায় বিনিয়োগ করেন ভবিষ্যতের কথা ভেবে। তবে সোনা বা রুপার গহনা কেনার আগে তার বিশুদ্ধতা সম্পর্কে না জানলে ঠকতে হতে পারে। আজও ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের সোনার মধ্যে পার্থক্য বোঝেন না অনেকেই।
সোনা (Gold) সম্পর্কিত অজানা তথ্য
বিশেষত সোনার গহনা (Jwellery) কেনার আগে কিছু বিষয় প্রত্যেকের মাথায় রাখা উচিত, নয়ত নিম্নমানের বা নকল সোনা কিনে নষ্ট হতে পারে আপনার অর্থ। তবে সোনা কেনার সময়ে সোনার বিশুদ্ধতা পরিমাপ করা হয় ক্যারেটের সাহায্যে। আপনিও যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদন জেনে নিন ২২ ক্যারেট (Carat) ও ২৪ ক্যারেটের সোনার মধ্যে পার্থক্যটি ঠিক কোথায়?
আরোও পড়ুন : বিধায়ক-পুত্রের দাদাগিরি! হকি স্টিক দিয়ে ডেলিভারি বয়কে মার! বিতর্কে শওকত মোল্লার ছেলে
সোনা কেনার সময় সর্বদা হলমার্ক পরীক্ষা করে নেওয়া উচিত। এই হলমার্ক সোনার আইডেন্টিফিকেশনের কাজ করে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ৬ ভিজিটের হলমার্ক বৈধ বলে গণ্য করা হয়। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BSI) হলমার্ক যুক্ত সোনা কিনলে ঠকার সম্ভাবনা থাকে না। গহনার ভিতর বা পিছনে উল্লেখ করা থাকে হলমার্ক নম্বর।
আরোও পড়ুন : আর কোনও ছুটি নয়! রাজ্যের শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি, ক্ষোভে ফুঁসছেন সকলে
২৪ ক্যারেট দ্বারা সোনার ৯৯.৯৯% বিশুদ্ধতা বোঝানো হয়ে থাকে। অনেকেই হয়ত জানেন না ২৪ ক্যারেটের সোনা নরম হওয়ায় এটি দিয়ে গহনা তৈরি করা যায় না। ২৪ ক্যারেটের সোনা মূলত ব্যবহার হয় বিনিয়োগের কাজে। অন্যদিকে, ২২ ক্যারেটের সোনা ৯১% বিশুদ্ধ হয়ে থাকে। এই ধরনের সোনায় অন্যান্য ধাতুর সংমিশ্রণ থাকে ৯ শতাংশ। মূলত গহনা তৈরি হয়ে থাকে ২২ ক্যারেটের সোনা দিয়ে।
২৪ ক্যারেটের সোনার থেকে অনেকটা সস্তা হয় ২২ ক্যারেটের সোনা। ২২ ক্যারেটের সোনায় অন্যান্য ধাতুর মিশ্রণ থাকার ফলে এগুলি বেশ টেকসই হয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ১ ভরি ২২ ক্যারেটের সোনায় কত গ্রাম সোনা থাকে? সোনা বা রুপোর (Silver) পরিমাপের একক হল ভরি। ২২ ক্যারেটের ১ ভরি সোনা ১১. ৬৬৪ গ্রামের সমান।