লক্ষ লক্ষ টাকার বেআইনি সোনার গয়না উদ্ধার কলকাতা বিমানবন্দরে! গ্রেফতার ৩

বাংলা হান্ট ডেস্ক : ফের লক্ষ লক্ষ টাকার সোনা উদ্ধার! কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে বাজেয়াপ্ত করা হল এই সোনা। জানা যাচ্ছে, বেআইনিভাবে সোনা নিয়ে যাওয়ার অভিযোগে পাঁচ জন যাত্রীকে আটক করে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার (Air Intelligence Wings) আধিকারিকরা।

তাদের কাছ থেকে প্রচুর সোনার গয়না পাওয়া গিয়েছে বলে অভিযোগ। বিমানবন্দর সূত্রে খবর, সব মিলিয়ে অন্তত ২৪০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার মোট দাম ১৪ লক্ষ ১৮ হাজার ৬৭০ টাকা।

বৃহস্পতিবার তাদের ওই যাত্রীদের আটক করা হয়েছিল। পরে সোনা বাজেয়াপ্ত করে ছেড়ে দেওয়া হয় তাঁদের। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ব্যাংকক থেকে কলকাতাগামী থাই এয়ারওয়েজের একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেই বিমানেই ছিলেন ওই পাঁচ ভারতীয় যাত্রী। তাঁরা যখন গ্রিন চ্যানেল পার করছিলেন, সেই সময় শুল্ক দফতরের এয়ার এন্টেলিজেন্স শাখার আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়ে বুঝতে পারেন ওই যাত্রীদের কাছে সোনা রয়েছে।

gold

এরপর তাঁদের কাছ থেকে একে একে বের করা হয় সোনার গয়না। বেআইনিভাবে সোনা বহন করার অভিযোগে প্রত্যেক যাত্রীকে আটক করা হয় ও জিজ্ঞাসাবাদ চলে সন্ধ্যা পর্যন্ত।

শুধু সোনা নয়, কিছুদিন আগে হিরেও উদ্ধার হয়েছে বিমানবন্দর থেকে। চলতি মাসেই এক ব্যক্তির কাছ থেকে মোট ২৩৯টি হিরে উদ্ধার করা হয়েছিল, যার ওজন ছিল ৩১.১১ ক্যারেট। কাগজের মোড়ক থেকে হিরে উদ্ধার হতে দেখে কার্যত অবাক হয়েছিলেন নিরাপত্তারক্ষীরাও।

Sudipto

সম্পর্কিত খবর