সোনার দামে বড়সড় পতন! দেখুন, কোথায় গিয়ে ঠেকল হলুদ ধাতুর দাম

বাংলাহান্ট ডেস্ক : বিনিয়োগের করার কথা চিন্তা করলে প্রথমেই মনে আসে সোনা-রুপোর প্রসঙ্গ। ফলে, যদি সোনা (Gold) আর রুপোয় (Silver) বিনিয়োগ করতেই হয়, তাহলে সবার আগে তার দাম জেনে রাখা প্রয়োজন। কারণ সোনা-রুপোর দাম প্রতি দিনই বদলায়, কখনও বাড়ে, তো কখনও বা কমে।

এদিকে, বিয়ের মরসুম খুব সামনে। আর ভারতীয়রা বেশিরভাগ ক্ষেত্রেই উপহারসামগ্রী হিসেবে সোনার গয়নাকে বেছে নেন। বিয়ে উপলক্ষে বহু মানুষ নিজের জন্যেও সোনার গয়না কেনাকাটা করেন। কিন্তু এমন অবস্থায় বেশ কমতে শুরু করেছে সোনার দাম। সোনার দাম বেশ কয়েকবার কমেছে গত বুধ ও বৃহস্পতিবার।

এরপর আজ অর্থাৎ শুক্রবার এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনার দাম। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় ৩০০ টাকা কমেছে আজ। ৩০০০ টাকা কমেছে ১০০ গ্রাম সোনার দাম। তবে সোনার দাম কমলেও রুপোর দাম কিন্তু কমেনি। উল্টে সামান্য পরিমাণ বেড়েছে রুপোর দাম।

Gold and Silver price increase

কলকাতায় শুক্রবার সোনা ও রুপোর দাম দেখে নেওয়া যাক এক ঝলকে:

•২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৮০ টাকা
•২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৬৪০ টাকা
•২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৮০০ টাকা
•২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৮,০০০ টাকা
•২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৮৭ টাকা
•২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৬৯৬ টাকা
•২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৮৭০ টাকা
•২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৮,৭০০ টাকা
•১ কেজি রুপোর বাটের দাম : ৭৪,৩০০ টাকা

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর