সোনা-রুপোর দামে বিরাট পতন! ১ সপ্তাহে লাফিয়ে কমল দাম, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েকদিনে সোনা-রুপোর দামের (Gold-Silver Price) প্রসঙ্গ বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত এক সপ্তাহে, MCX (Multi Commodity Exchange) হোক বা দিল্লির বুলিয়ন মার্কেট প্রতিটি ক্ষেত্রেই সোনা-রুপোর দামে (Gold-Silver Price) ব্যাপক পতন পরিলক্ষিত হয়েছে। উভয় স্থানেই সোনার দাম ৬.৫০ শতাংশের বেশি কমেছে। অপরদিকে, রুপোর দামে ৭ শতাংশের বেশি পতন দেখা গেছে।

সোনা-রুপোর (Gold-Silver Price) দামে ব্যাপক পতন:

এদিকে, MCX-এ সোনা ও রুপোর দাম (Gold-Silver Price) কমার আসল কারণ হল ফিউচার এবং অপশনে ট্রেড করার ওপর ট্যাক্স বৃদ্ধি। অন্যদিকে, দিল্লির বুলিয়ন মার্কেটে সোনা-রুপোর দাম কমার কারণ হল বাজেটে ইমপোর্ট ডিউটি কমানো। এই কারণে গত এক সপ্তাহে সোনা-রুপোর দামে ব্যাপক পতন দেখা গেছে। এদিকে, বিশেষজ্ঞরা বলছেন যে, এটাই সোনা-রুপো কেনার সঠিক সময়। এমতাবস্থায় চলুন জেনে নিই MCX ও দিল্লির বুলিয়ান মার্কেটে সোনা-রুপোর দাম বর্তমানে কত রয়েছে?

Gold-Silver Price has decreased a lot in the last 1 week.

MCX-এ সোনা ও রুপো কতটা সস্তা হয়েছে: জানিয়ে রাখি যে, গত ১৯ জুলাই, MCX-এ সোনার দাম (Gold-Silver Price) ছিল প্রতি ১০ গ্রামে ৭২,৯৯০ টাকা। এদিকে, গত ২৬ জুলাই যখন MCX বন্ধ হয়েছিল, তখন সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৬৮,১৮৬ টাকা। অর্থাৎ, পরিসংখ্যান অনুযায়ী গত এক সপ্তাহে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪,৮০৪ টাকা কমেছে। তার মানে, এই সময়ের মধ্যে, MCX-এ সোনার দাম ৬.৫৮ শতাংশ কমেছে।

আরও পড়ুন: শেয়ার বাজারে রকেটের গতি! বিনিয়োগকারীরা পেলেন ৭ লক্ষ কোটি, হু হু করে সম্পদ বাড়ল আম্বানি-আদানির

কতটা সস্তা হয়েছে রুপো: এদিকে, আমরা যদি রুপোর দামের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এর আগের সপ্তাহের শুক্রবারে অর্থাৎ গত ১৯ জুলাই MCX-এ রুপোর দাম ছিল প্রতি কেজিতে ৮৯,৬৪৬ টাকা। অপরদিকে, গত শুক্রবার অর্থাৎ ২৬ জুলাই MCX-এ রুপোর দাম ছিল প্রতি কেজিতে ৮১,৩৭১ টাকা। অর্থাৎ, গত এক সপ্তাহে রুপোর দাম (Gold-Silver Price) কেজি প্রতি ৮,২৭৫ টাকা কমেছে। তার মানে, এক সপ্তাহে MCX-এ রুপোর দামে ৯.২৩ শতাংশের পতন ঘটেছে।

আরও পড়ুন: “অল টাইম হাই”-তে পৌঁছল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার! তৈরি হল বিরাট নজির, ভারতের কোষাগারে বিপুল বৃদ্ধি

এবারে যদি আমরা দিল্লির বুলিয়ন বাজারের কথা বলি সেক্ষেত্রে গত শুক্রবার সোনার দাম (Gold-Silver Price) ৫০ টাকার সামান্য বৃদ্ধি দেখা গেছে এবং দাম ৭০,৭০০ টাকায় পৌঁছেছে। গত এক সপ্তাহে দিল্লিতে সোনার দাম ৬.৫৪ শতাংশ অর্থাৎ ৪,৯৫০ টাকা কমেছে। এদিকে, গত সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৭৫,৬৫০ টাকা। আমরা যদি রুপোর দামের কথা বলি, সেক্ষেত্রে গত এক সপ্তাহে এই দামেও ব্যাপক পতন হয়েছে। তবে, শুক্রবার দিল্লিতে রুপোর দামে ৪০০ টাকা বৃদ্ধি দেখা গেছে। যার কারণে ওই দাম পোঁছে গিয়েছে ৮৪,৪০০ টাকায়। উল্লেখ্য যে, গত সপ্তাহের শেষ ট্রেডিংয়ে দিল্লিতে রুপোর দাম ছিল ৯১,৬০০ টাকা। এর মানে হল এই সময়ের মধ্যে দিল্লিতে রুপো ৭.৮৬ শতাংশ অর্থাৎ প্রতি কেজিতে ৭,২০০ টাকা সস্তা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর