বাংলাহান্ট ডেস্কঃ পুজোর মুখে থরহরি কম্প স্বর্ণবাজারে। পর পর দুদিন হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম। সপ্তাহের দ্বিতীয় দিনের পর আবারও তৃতীয় দিন সোনার দাম সস্তা হওয়ায়, দোকানে উপছে পড়ছে ক্রেতাদের ভিড়। আকাশ ছোঁয়া দামের বদলে মুখ থুবড়ে পড়েছে সোনার দাম।
লাস্ট মিনিটের শপিং লিস্টে তাই এখন জায়গা করছে পছন্দের সেরা গহনা। করোনা আবহের কারণে কিছুটা নিয়ম বিধি মান্য হলেও, তাঁর থেকে পুজোর আনন্দে মশগুল হয়ে পড়েছে উৎসব প্রিয় মানুষজন। আজ সন্ধ্যে ৬ টা অবধি সোনার দামের এই ভারী পতন লক্ষ্য করা গেছে।
কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) ৪৯ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৭৩ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৭৩০ টাকা। যা গতকালের থেকে প্রতি ১০ গ্রামে দামের পতন হয়েছে ৪০০ টাকা।
দিল্লীতে সবসময়ই কলকাতার থেকে বেশ কম থাকে সোনার দাম। আজ দিল্লীতেও ৪৯ হাজারের ঘরে নেমেছে এই দামের পারদ। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৯২৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯২৫০ টাকা। প্রতি ১০ গ্রামে কমেছে ৩০০ টাকা।
অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালায়। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৬৯৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৬৯৫০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় আজ সোনার দাম পুরোপুরি ১ গ্রাম সোনার আজকের দাম ৪৭৫৮ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭৫৮০ টাকা।
রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পাশাপাশি রূপোর দামেও হুড়মুড়িয়ে পতন লক্ষ্য করা গেছে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬০.৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৯০ টাকা।