বাংলাহান্ট ডেস্কঃ আকাশ ছোঁয়ার মুহূর্তেই মুখ থুবড়ে পড়ল সোনার দাম (Gold rate/ Gold price)। ক্রমাগত বাড়তে থাকা দামের উর্দ্ধমুখীর মধ্যেই আচমকাই ধস নামল স্বর্ণ বাজারে। আগস্ট মাসের মাঝামাঝিতে সোনার দাম প্রায় ৫৬ হাজার ছুঁই ছুঁই ছিল। মাসের শেষে এসে সপ্তাহের শুরুতেই দামের পারদ নামল বেশ কিছুটা। অবশেষে স্বস্তির খুশি মধ্যবিত্তের ঘরে।
করোনার জেরে লকডাউনের মধ্যে কেনা বেচায় কিছুটা ভাঁটা পড়লেও, দামের কমতি ছিল না সোনার ক্ষেত্রে। মাঝে মধ্যেই আকাশ ছোঁয়া দামের জেরে চোখে সর্ষে ফুল দেখতেন ক্রেতারা। সোমবার সেই দামের উট কিছুটা হলেও পাহাড়ের নীচে নামল। একনজরে দেখে নিন কোথায় কেমন চলছে আজকের সোনার দাম।
কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) রয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১১০ টাকা এবং ১০ গ্রামের দাম ৫১১০০ টাকা। দিল্লীতে রয়েছে আরও কম। দিল্লীতে ১ গ্রাম সোনার মূল্য ৫০৭০ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০৭০০ টাকা।
অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালায়। ৫০ হাজারেরও অনেক নীচে নেমে এসেছে আজকের সোনার দাম, ১ গ্রাম সোনার দাম ৪৮২০ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৮২০০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় ১ গ্রাম সোনার আজকের দাম ৪৯২০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯২০০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
২২ ক্যারেট সোনার দামের ক্ষেত্রে কলকাতা এগিয়ে থাকলেও, ২৪ ক্যারেট সোনার দাম আকাশ ছোঁয়া রয়েছে চেন্নাই, হায়দ্রাবাদ সহ বেশ কয়েকটি জায়গায়। কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৮১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৮১০ টাকা। কিন্তু চেন্নাই, হায়দ্রাবাদে রয়েছে ১ গ্রামের মূল্য আজকের দিনে ৫৪৫৮ টাকা এবং ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছে ৫৪৫৮০ টাকা।
রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পাশাপাশি রূপোর দামেও বিরাট পতন লক্ষ্য করা গেছে। সোনার দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সমগ্র ভারতে এক মাত্রাই থাকে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৭.৭০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৬৭ টাকা।