লকডাউনের বাজারে কোথায় কেমন চলছে সোনা রূপোর দাম, দেখে নিন একনজরে

বাংলাহান্ট ডেস্কঃ মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে যেতে বসেছে সোনার গহনা (Gold jewelry)। লকডাউনের মধ্যে স্বল্প খরচে বিয়ের আয়োজন করলেও, গহনা কিনতে গিয়ে মাথায় হাত পড়েছে অনেকেরই। ভেবেছিল বুঝি লকডাউনের বাজারে দাম কমবে সোনার, কিন্তু উল্টে তো সোনার দাম ক্রমাগত বেড়েই চলেছে। সংক্রমণ এড়াতে পিপিই কিট পড়েই চলছে সোনা দোকানের বেনা কেনা।

করোনার জেরে বিগত চার মাসের লকডাউনে কিছুটা হলেও ভাঁটা পড়েছে বৈদেশিক বাণিজ্যে। তাঁর আঁচ সোনার উপর পড়লেও, দাম কিন্তু কমছেই না। উল্টে বেড়েই চলেছে। কলকাতা দিল্লীতে ২২ ক্যারেট সোনার এক গ্রামের প্রায় ৫০ হাজার পার করে গেলেও, চেন্নাই ব্যাঙ্গালোরে এখনও কিছুটা বাকি আছে। দিনে দিনে ক্রমাগত বেড়েই চলেছে সোনার দাম।

gold 15

আজকে কলকাতায় (Kolkata) সোনার দাম– ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১০৬ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৫১০৬০ টাকা।

তবে দিল্লীতে কিন্তু কলকাতার তুলনায় সামান্য বেশি সোনার দাম। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০৮১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০৮১০ টাকা।

কলকাতা এবং দিল্লীতে সোনার দাম ৫০ হাজার পার হয়ে গেলেও, চেন্নাইয়ে এবং ব্যাঙ্গালোরে কিছুটা কম রয়েছে সোনার দাম।

DB Gold 73339 1546349513

চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৭৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৭৯০ টাকা।

ব্যাঙ্গালোরে সোনার দাম আরও কম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯০৮ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯০৮০ টাকা।

২২ ক্যারেটের সোনার পর আসি ২৪ ক্যারেটের বিষয়ে। ২৪ ক্যারেট সোনা দিয়ে সচরাচর গহনা তৈরি কাজ না করা হলেও, দামের দিক থেকে কিন্তু এগিয়ে থাকে এই সোনা।

jjj jpg

কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৪৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২৪৬০ টাকা।

দিল্লীতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২০১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২০১০ টাকা।

চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৩১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪৩১০ টাকা।

gold 10

ব্যাঙ্গালোরে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৫৪ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৫৪০ টাকা।

maxresdefault 109

সোনার দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সব রাজ্যেই প্রায় একই রয়েছে।

আজকের রূপোর দাম– ১ গ্রামের দাম ৬৪.৭১ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৪৭.১০ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর