বাংলাহান্ট ডেস্কঃ আবার উর্ধ্বমুখী সোনার দাম (Gold rate/ Gold price)। নতুন মাসের শুরুতে মুখ থুবড়ে পড়লেও আবারও ঘুরে দাড়াল সোনার দাম। ফিরছে আবার নিজের জায়গায়।
লকডাউনের মধ্যে স্বল্প আয়োজনে বিয়ে সারলেও, বর কনের গহনা কিনতে গিয়ে হিমশিম খেয়েছে দুপক্ষই। তবে গত মাসের শেষের দিক থেকে দামের গ্রাফ নামতে থাকলেও আবার উঠছে ধীরে ধীরে। আজকে দুপুর ১ টা অবধি কিন্তু সোনার দামের উর্ধ্বগামী ধরন লক্ষ্য করা গেছে।
কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) রয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০১১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০১১০ টাকা। দিল্লীতে গতকাল দাম ৫০ হাজারে নামলেও, আজ বেড়েছে সামান্যই। দিল্লীতে আজ ১ গ্রাম সোনার দাম ৫০০১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০০১০ টাকা।
অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালায়। ৫০ হাজারেরও অনেক নীচে নেমে এসেছে আজকের সোনার দাম, ১ গ্রাম সোনার দাম ৪৬৮৬ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৬৮৬০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় ১ গ্রাম সোনার আজকের দাম ৪৮২৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮২৬০ টাকা। হিসাব করে দেখা যাচ্ছে গ্রাম প্রতি প্রায় ১ টাকা করে বেড়েছে।
২৪ ক্যারেট সোনার দাম
কলকাতা অপেক্ষা দিল্লীতে ২২ ক্যারেট সোনার দাম কম থাকলেও, ২৪ ক্যারেট সোনার দামের ক্ষেত্রে দিল্লী, জয়পুর এবং লখনৌ রয়েছে সবার প্রথমেই। এই জায়গাগুলোতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৬১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪৬১০ টাকা। সেখানে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৮৪ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২৮৪০ টাকা।
রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দাম বৃদ্ধি পেলেও বেশ কিছুটা কমেছে রূপোর দাম। সোনার দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সমগ্র ভারতে এক মাত্রাই থাকে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৫.৮০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৫৮ টাকা। হিসাব করে দেখা যাচ্ছে গ্রাম প্রতি প্রায় ১.৪০ টাকা করে কমেছে।