সোমবার দামের পতনের পর জেনে নিন আজকের সোনার দামের হাল হাকিকত

বাংলাহান্ট ডেস্কঃ সোনার দামের (Gold rate/ Gold price) পতনের পর আবারও ঘুরে দাঁড়াল সোনার দাম। লকডাউনের মধ্যে বহুবার উত্থান পতন ঘটেছে সোনা রূপোর। তবে এরই মধ্যে কিন্তু আবার বিয়ের বাজার করতে গিয়ে চোখে সর্ষে ফুল দেখেছেন অনেকেই। তবে আজ জেনে নিন গোটা ভারতের কোথায় কেমন চলছে সোনা রূপোর দাম।

108220396 mediaitem108220395 38

প্রথমেই জানিয়ে রাখি গোটা ভারতের আজকের সোনার দর, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৪১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২৪১০ টাকা। সেইসঙ্গে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৪১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৪১০ টাকা।

আজকে কলকাতায় (Kolkata) সোনার দাম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৫১ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৫২৫১০ টাকা।

কলকাতার তুলনায় আজ কিন্তু বেশ কম দিল্লীর সোনার মূল্য। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৪৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২৪৬০ টাকা।

gold bangles 1480586327 2620072

চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১৮৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৫১৮৯০ টাকা।

ব্যাঙ্গালোরে সোনার দাম আরও কম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০৭৭ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০৭৭০ টাকা।

২২ ক্যারেটের সোনার পর আসি ২৪ ক্যারেটের বিষয়ে। ২৪ ক্যারেট সোনা দিয়ে সচরাচর গহনা তৈরি কাজ না করা হলেও, দামের দিক থেকে কিন্তু এগিয়ে থাকে এই সোনা।

aa jpg

কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৯১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৯১০ টাকা।

দিল্লীতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৬৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৬৬০ টাকা।

চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৬৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৬৬০০ টাকা।

ব্যাঙ্গালোরে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫৩৮ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫৩৮০ টাকা।

silver 7

সোনার দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সব রাজ্যেই প্রায় একই রয়েছে।

আজকের রূপোর দাম– ১ গ্রামের দাম ৬৫.৪১ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৫৪.১০ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর