বাংলাহান্ট ডেস্কঃ পুজোর মুখে আবারও কমল সোনার দাম (gold rate/price)। পুজোর মাস পড়তে না পড়তেই স্বর্ণ বাজারে ধস নামতে শুরু করেছে। প্রতি সপ্তাহেই হুড়মুড়িয়ে পড়ছে সোনার দাম। চলতি সপ্তাহের শুরুতেই একবার দামের পতনের পর, আবারও সপ্তাহের মাঝেই পড়ল সোনার দাম।
করোনা আবহের মধ্যেও পুজোর কেনাকাটা জমিয়ে চলছে। সেইসঙ্গে ভিড় উপছে পড়ছে সোনার দোকানেও। বারবার সোনার দামের এই নিম্নমুখী গ্রাফে, হাসি ফুটছে মধ্যবিত্তের মুখে। আজকে সন্ধ্যে ৬ টা অবধি দামের এই পতন লক্ষ্য করা গেল।
কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) ৪৯ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৪৭ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৪৭০ টাকা। যা গতকালের থেকে প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ৪৫০ টাকা।
দিল্লীতে সবসময়ই কলকাতার থেকে বেশ কম থাকে সোনার দাম। আজ দিল্লীতে ৪৮ হাজারের ঘরে নেমেছে এই দামের পারদ। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮৯০০ টাকা। দিল্লীতে দামের পতন আরও বেশি, প্রতি ১০ গ্রামে কালকের থেকে আজকে দাম কমেছে প্রায় ৫০০ টাকা।
অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালায়। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৬৫০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৬৫০০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় ১ গ্রাম সোনার আজকের দাম ৪৭৩৮ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭৩৮০ টাকা।
রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পাশাপাশি রূপোর দামেও হুড়মুড়িয়ে পতন লক্ষ্য করা গেছে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬০.২০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬০২ টাকা।