পুজোর আগেই পড়ছে সোনার দাম! কত টাকায় বিকোচ্ছে রূপো? দেখে নিন, আজকের বাজারদর

বাংলাহান্ট ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর উত্থান-পতন দেখা দিচ্ছে সোনা-রুপোর দামে। কিছুদিন সোনা-রুপোর দাম বৃদ্ধি পাওয়ার পর ফের একবার কমতে শুরু করেছে এই দুই মূল্যবান ধাতুর দাম। কিছুদিন আগে সোনার দাম ৫৬ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাওয়ার পর বর্তমানে সেটি ৫৮ হাজারের গণ্ডি ছুঁয়েছে।

একই রকমভাবে রুপোর দাম কমে কিছুদিন আগে ৬৭ হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছিল। তবে সেটি বর্তমানে ৭০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে।শুক্রবার বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দামে পতন দেখা গেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) শুক্রবার অর্থাৎ শেষ ব্যবসায়ী দিনে প্রতি কেজি রুপোর দাম বৃদ্ধি পেয়েছে ৭১৬ টাকা। 

আরোও পড়ুন : এই পেনগুলো কিনতে কালঘাম ছুটবে আম্বানিরও! দাম শুনলে আঁতকে উঠবেন আপনি

রুপো শেষ ব্যবসায়ীক দিনে লেনদেন হয়েছে ৬৯৭৯০ টাকায়। ২৫৯ টাকা বেড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৮১৭৭ টাকায়। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭৯১৮ টাকা এবং রূপো প্রতি কেজি ৬৯০৭৪ টাকা। শুক্রবার বুলিয়ন বাজারে দাম পতন হয়েছে সোনা ও রুপোর।

আরোও পড়ুন : মেয়েদের জন্য দুর্দান্ত খবর! রেশন কার্ড থাকলেই পাবেন এক লক্ষ টাকা, বড়সড় উদ্যোগ রাজ্যর

IBJA ওয়েবসাইট অনুসারে, শুক্রবার ২৪ ক্যারেট সোনা ১১২ টাকা কমে ৫৮০৩২ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে। ২৯৫ টাকা পতন হয়ে এক কেজির রুপোর দাম দাঁড়িয়েছে ৬৯৪০৪ টাকায়। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় দশ গ্রাম সোনার দাম ছিল ৫৮০৩২ টাকা এবং রূপার কেজি প্রতি দাম ছিল ৬৯৬৪৪ টাকা।

Gold is the cheapest in a month, silver is also the cheapest

শুক্রবার ২৩ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৫৭৭৯০ টাকা, ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৫৩১৫৭ টাকা, ২০ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৪৩৫২৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনার ১০ গ্রাম প্রতি ৩৩৯৪৮ টাকায় নেমে এসেছিল। তবে, সোনা আর রুপোর দামে পতন আসতেই পুজোর আগে রীতিমতো মুখে চওড়া হাসি ফুটেছে আমজনতার।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর