দোল, হলি উৎসবের মধ্যেই ভারতে কমলো সোনা-রুপোর দাম, স্বস্তিতে ক্রেতারা

বাংলাহান্ট ডেস্কঃ  গত কয়েক বছর ধরেই সোনার দাম ক্রমশ বেড়েই চলেছে। যার জন্য দেশের মধুবিত্তের কপালে চিন্তার ভাজ পড়েছে। স্বর্ণ ব্যবসায়ি সহ স্বর্ণ শিল্পীদের অনেকেই লোকসানের মুখে পড়েছে। অনেক স্বর্ণশিল্পীই সোনার কাজ ছেড়ে অন্য কাজের দিনে পাড়ি দিয়ে জীবন ধারনের জন্য।একই সাথে সোনার দাম বার বার বেড়ে যাওয়ার কারনে মাথায় হাত মধ্যবিত্তেরও।

How to customise gold jewellery for your wedding 0

কমল সোনার দাম, শনিবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৪৫,০৮০। এদিন তা কমেছে ৪৪০ টাকা। একইভাবে ৪২০ টাকা দাম কমেছে ১০ গ্রাম গয়না সোনার। ক্রেতাদের কিছুটা স্বস্তি দিয়ে ৪৩,০০০ টাকার নীচে নেমেছে হলমার্ক সোনার গয়নাও। শনিবারের থেকে ৪২০ টাকা কমেছে হলমার্ক সোনার গয়নার।

বিশ্বব্যাপী সোনাকে অর্থনীতির মূল কাঠামো হিসাবে ধরা হয়। কোনো দেশের কাছে কতটা সোনা গচ্ছিত রয়েছে তার উপর সেই দেশটির অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। একই সাথে ভারতের মত দেশে সামাজিক ক্ষেত্রেও সোনার ভূমিকা অনন্য। সোনা ছাড়া আমাদের দেশে বিবাহ, অন্ন প্রাশন ইত্যাদি কোনো শুভ অনুষ্ঠান কল্পনাই করা যায় না।এবার কমল সোনার দাম। যার জেরে স্বস্তির হাসি দেশের মধ্যবিত্তের।


সম্পর্কিত খবর