বাংলা হান্ট ডেস্ক: আবিষ্কার হল এক অভিনব গাছ। ন্যানোটেকনলজির সাহায্যে সোনা দিয়ে তৈরি হয়েছে নাকি এই গাছ।জানা যাচ্ছে সোনার কমপাউন্ডে পরিবর্তন করে তাকে কালো সোনায় রূপান্তরিত করেছেন বিবেক। তিনি জানিয়েছেন,যে সাধারণ সোনার চেয়ে বেশি এনার্জি ধরে রাখতে পারে কালো সোনা।
প্রসঙ্গত,কালো সোনার সঙ্গে জল এবং সূর্যের আলোর মিলন ঘটিয়ে তৈরি করার চেষ্টা করেছেন ফটোসিনথেসিস। ঠিক যেভাবে প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে তার থেকে অক্সিজেন তৈরি করে গাছ, এক্ষেত্রেও তেমনটাই করার চেষ্টা করেছেন বিবেক পোলশেত্তিওয়ার।ন্যানো সাইজের কালো সোনার গুঁড়ো জলে ফেলে সেটিকে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দিয়ে পাস করিয়ে সূর্যের আলোর নিচে রাখতে হবে। সোনার সঙ্গে সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশ ঘটিয়ে তৈরি হয় অক্সিজেনের থেকেও বেশি শক্তিশালী মিথেন।
পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্যে যে সব সমস্যা দেখা দিচ্ছে তার মোকাবিলায় এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই দাবি অধ্যাপক বিবেক।