ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি, বেতন ৮৫,০০০ টাকা

বাংলা হান্ট ডেস্ক: অনেকেই থাকেন যাঁরা ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) সাথে যুক্ত হতে চান। তাঁদের জন্যই এবার সামনে এল বড় সুযোগ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় সেনাবাহিনী আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস (AFMS)-এর অধীনে শর্ট সার্ভিস কমিশন মেডিক্যাল অফিসার (SSC-MO) পদের জন্য শূন্যপদ (Recruitment) ঘোষণা করেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

দুর্দান্ত বেতনের চাকরি (Recruitment):

মোট শূন্যপদের সংখ্যা: জানা গিয়েছে, এক্ষেত্রে মোট শূন্যপদের (Recruitment) সংখ্যা হল ৪৫০। যাঁর মধ্যে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা- ৩৩৮। পাশাপাশি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হল- ১১২।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে MBBS বা PG ডিগ্রি থাকতে হবে। (Recruitment)

Golden opportunity to become an officer in Indian Army Recruitment.

আবেদনের বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে MBBS/PG ডিগ্রিধারীদের সর্বোচ্চ বয়সসীমা হল ৩০ বছর এবং PG ডিগ্রিধারীদের সর্বোচ্চ বয়সসীমা হল ৩৫ বছর। (Recruitment)

আবেদন ফি: এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২০০ টাকা দিতে হবে। অনলাইনের মাধ্যমে এটি প্রদান করা যাবে।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার এই কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বেতনের পরিমাণ: জানা গিয়েছে, এক্ষেত্রে নির্বাচিত যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ৮৫,০০০ টাকা বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি: জানিয়ে রাখি যে, এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হবে না। বরং, প্রার্থীদের বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট করা হবে।

আরও পড়ুন: সামনে এল হিন্ডেনবার্গের কান্ডকারখানা! আদানিকে ফাঁসাতে হয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র, ঠিক কি ঘটেছিল?

কিভাবে করবেন আবেদন: আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট, amcscentry.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ তারিখ: এই পদে আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ জুলাই, ২০২৪ থেকে। যেটি চলবে আগামী ৪ অগাস্ট, ২০২৪ পর্যন্ত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর