সুখবর! তিন মাসে রেকর্ড করা সোনার দাম কমল

বাংলা হান্ট ডেস্ক : কয়েক মাসে সোনার দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল, ধনতেরাসের সময়েও সোনার দাম কমেনি। কিন্তু ঘরে লক্ষ্মী আনতে আকাশ ছোঁয়া দামে সোনা কিনেছে দেশবাসী। তবে এ বার সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমলেও। গত তিন মাসের তুলনায় সোমবার কলকাতায় সোনার দাম অনেকটাই কমেছে। যেখানে কয়েক মাস আগে 40000 ছুঁই ছুঁই দাম হয়ে গিয়েছিল সেখানেই সোমবার কলকাতায় 10 গ্রাম বাইশ ক্যারাট সোনার দাম হয়েছে 37,390 টাকা ।gold 1572933601

নভেম্বর মাসের শুরুর দিকেই সোনার দাম চল্লিশের মধ্যেই সীমাবন্ধ ছিল কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এক ধাক্কায় প্রায় দুই হাজার টাকা দাম কমে গেল, যদিও শুরুটা হয়েছিল 6 নভেম্বর থেকে। প্রথম বাইশ ক্যারাট সোনার দশগ্রামের দাম 370 টাকা কমেছিল এবং চব্বিশ ক্যারাট ও 470 টাকা দাম কমেছিল। কিন্তু সোমবার দুটি ক্ষেত্রেই অনেকটাই পতন হয়েছে।

আসলে জিএসটি বাড়ার ফলে সোনার দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল, যার জেরে সোনা কিনতে গিয়ে হিমশিম খেতে হয়েছে মধ্যবিত্তদের। সোনার বাজারেও টান পড়েছিল কিন্তু আরও বেশি দাম হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল তবে সামনে বিয়ের মরসুমে বাজার ততটা খারাপ হল না।

দাম বাড়ার বদলে দামের পতন হলেও কিছুদিনের মধ্যেই আবার পারদ ঊর্ধ্বমুখী হবে বলেই মনে করা হচ্ছে। তবে দাম কমার খবর শুনেই রীতিমতো দোকানে দোকানে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। কারণ এক ধাক্কায় গত তিন মাসে এতটা দাম কমেনি।

সম্পর্কিত খবর