চুরি হয়ে গেল সোনার টয়লেট

বাংলাহান্ট ডেস্ক: শনিবার ভোরে অক্সফোর্ডশায়ারের প্রাসাদের ভেতর থেকে একটি সোনার টয়লেট চুরি গেল। ওই সোনার কমোড টি ইতালি কনসেপচুয়াল শিল্পী মাওড়িচিও ক্যাতেলানের প্রদর্শনীর একটি অংশ ছিল।

images 59

প্যালেস টি ছিল ১৮ শতাব্দীতে নির্মিত একটি বিশ্ব ঐতিহ্য স্থান। এছাড়াও বিশাল ওই প্রাসাদটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের জন্মস্থান।

বৃহস্পতিবার প্রদর্শনীর জন্য ঐ কমোড টি খোলা হয়
প্রদর্শনীর জন্য। আগন্তুকদের ঐ ব্যবহার করার জন্য আমন্ত্রণও জানানো হয়। সোনার ওই টয়লেটের মূল্য ১ মিলিয়ন পাউন্ডের বেশি। চোরদের ধরা না গেলেও ৬৬ বছর বয়সের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশের এক আধিকারিক বলেছেন, এখনো পর্যন্ত শিল্পকর্মটি উদ্ধার করা যায়নি। সম্ভবত দুষ্কৃতীরা দুটি গাড়ি নিয়ে এসে এ কাণ্ড ঘটিয়েছে। আমরা দ্রুত শিল্পকর্মটি খুঁজে বের করার চেষ্টা করছি।

ব্লেনহেম প্যালেসের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা রুখতে মিউজিয়ামটি আগামী কয়েক ঘণ্টা বন্ধ রাখা হবে।

সম্পর্কিত খবর