সব রেকর্ড ভাঙলো সোনার দাম।

 

বাংলা হান্ট ডেস্ক :  এর আগে কখনও ৩৮,০০০-এর গন্ডি পার হয়নি ১০ গ্রাম সোনার দাম। এবার সব রেকর্ড ভাঙলো সোনার দাম।বৃহস্পতিবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার বাজার দর ছিল ৩৮,২৯০ টাকা।  শুক্রবার সেই দাম কমে হয় ৩৭,৮৯০ টাকা প্রতি ১০ গ্রাম।

 

বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে চলতে থাকা বাণিজ্যিক অস্থিরতার মধ্যে টাকা বিনিয়োগের জন্য সোনা বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বিশ্বের বাজারে বাড়ছে সোনার চাহিদা।ভারতেও বেড়েছে এই চাহিদা ফলে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দাম।এছাড়া ভারতের বাজারে সোনার আমদানির পরিমাণ কমাও দাম বৃদ্ধির অন্যতম কারণ।চলতি বছর জুলাইয়ে সোনা রপ্তানি ২০১৮-এর তুলনায় প্রায় ৫৫% হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতিও এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। চলতি বছরের শুরু থেকে প্রায় ১৭% দাম বাড়ল সোনার।

 

তবে বর্তমানে সোনা যে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ধরা ছোঁয়ার বাইরে তা বলাই যায়।

ad

সম্পর্কিত খবর