আমি মনে করি ভাল মেয়েদের শীঘ্রই বিছানায় যাওয়া উচিত! সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির মন্তব্যে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি মার্কেন্ডেয় কাটজু (Markandeya Katju) অনেক সময়েই ওনার বিতর্কিত বয়ান ওনাকে শিরোনামে উঠে আসেন। বিশেষ করে মহিলাদের নিয়ে ওনার করা মন্তব্য বেশিরভাগ সময়েই বিতর্কিত হয়। কদিন আগেই ওনাকে নিয়ে খবর সামনে এসেছিল যে, উনি পলাতক নীরব মোদীর হয়ে ভারতের বিরুদ্ধে বয়ান দেবেন। আর এবার কাটজু ওনার বিতর্কিত বয়ান নিয়ে চর্চায় উঠে আসেন। এবার কাটজু ফেসবুকে যেই কমেন্ট করেন সেটি আনাড়ি এবং অদ্ভুত বয়ান ছিল।

https://twitter.com/ayerushii/status/1306849307815944193

কাটজুর যৌনতা প্রসঙ্গে প্রতিনিয়ত সমালোচনা হয়। এবার তাকে তাঁর পোস্টে মন্তব্য করা এক মহিলার মন্তব্যে বেশ কয়েকটি মন্তব্য করতে দেখা গিয়েছে। মন্তব্যে বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কাটজু একবার মহিলাটিকে জিজ্ঞাসা করেছিল, তোমার কি ঘুম পাচ্ছে না?  তারপরে অন্য একটি মন্তব্যে তিনি বলেছিলেন যে আমি মনে করি ভাল মেয়েদের শীঘ্রই বিছানায় যাওয়া উচিত।

এর আগে মার্কেন্ডেয় কাটজুও একটি বক্তব্য নিয়ে ২০১৫ সালে প্রচুর আলোচনায় এসেছিলেন। ২০১৫ সালে দিল্লি নির্বাচনের সময়, কাটজু বলেছিলেন যে বিজেপি সদস্য শাজিয়া ইলমি মুখ্যমন্ত্রী পদে দলের প্রার্থী কিরণ বেদির চেয়েও বেশি সুন্দর। আসলে, সেই সময়, কিরণ বেদীকে বিজেপি দ্বারা মুখ্যমন্ত্রী পদে মনোনীত করা হয়েছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর