বাংলাহান্ট ডেস্ক : জীবনে সফলতার স্বাদ পেতে চান সবাই। সফলতাময় জীবনের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন অনেকেই। তবে সর্বদা পরিশ্রম মতো সাফল্য আসে না সকলের জীবনে। কোন পথে এগিয়ে গেলে সফলতা আসবে সেই সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা থাকে না। মানুষের জীবনে সফলতার সঠিক পথ চিনিয়ে গিয়েছেন আচার্য চাণক্য (Chanakya)।
মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক উপদেষ্টা চাণক্য (Chanakya) পরিচিত ছিলেন মহান এক পণ্ডিত হিসাবে। আজও আচার্য চাণক্যর বাণী (Chanakya Niti) অনেকেই মেনে চলেন। দার্শনিক, কূটনীতিবিদ ও অর্থশাস্ত্রজ্ঞ চাণক্য পরিচিত ছিলেন কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও। জীবনে কীভাবে অগ্রসর হলে সফলতা মিলবে সেই সম্পর্কে বলে গিয়েছেন আচার্য চাণক্য।
জীবনে সফল হতে গেলে মেনে চলুন আচার্য চাণক্যর (Chanakya) এই উপদেশ:
• চাণক্য বলে গিয়েছেন, নিজের দুর্বলতার কথা কখনোই অন্যকে বলা উচিত নয়। প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু না কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতার খোঁজ যদি শত্রু পেয়ে যায় তাহলে আর কথাই নেই। নিজের দুর্বলতা গোপন করতে শিখুন। দুর্বলতাকে জয় করে এগিয়ে গেলেই জীবনে মিলবে সফলতা।
আরোও পড়ুন : ওজনের চিন্তায় নাজেহাল? উচ্চতা অনুযায়ী কত হলে পারফেক্ট? চিন্তা দূর করতে জানুন আজই!
• আয় বুঝে ব্যয় করার কথা বলে গিয়েছেন আচার্য চাণক্য। অকারণে খরচ করলে কোনো ব্যক্তি জীবনে ধনবান হতে পারেন না। বিপদের সময় আপনার সঞ্চিত অর্থই একমাত্র কাজে আসবে। তাই ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয় করা শিখতে হবে প্রত্যেককে।
• মূর্খ ও বোকা মানুষের সাথে কখনোই তর্কে না জড়ানোর উপদেশ দিয়েছেন চাণক্য। মূর্খ ব্যক্তিকে উপদেশ দিলে শুধু সময় অপচয় হয়। তাই বোকা এবং মূর্খ ব্যক্তিদের কখনোই ভালো উপদেশ দিতে যাবেন না।