নতুন সদস্য আসতে চলছে কোহলি পরিবারে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কোহলি (Virat Kohli) পরিবারে খুশির জোয়ার নতুন সদস্যের হচ্ছে আগমন। খোদ বিরাট কোহলি জানালেন এই কথা। উনি আজ সকালে ওনার ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে বিরাট কোহলিকে ওনার স্ত্রী অনুষ্কা শর্মার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে ওই ছবিতে চোখে পড়ার মতো জিনিষ হল অনুষ্কা শর্মার বেবি বাম্প। বিরাট কোহলির পোস্ট করা ছবিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ওই ছবি পোস্ট করে লেখেন ‘And then, we were three! Arriving Jan 2021″। বিরাট কোহলির সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী জানুয়ারি 2021 এর মধ্যেই তাঁরা দুই থেকে তিন হতে চলেছে। বিরাটের এই পোস্টে তামাম ক্রিকেট প্রেমী এবং ওনার প্রশংসকের শুভেচ্ছার ঝড় বয়ে যাচ্ছে।

https://www.facebook.com/326546224099154/posts/3331561203597626/?sfnsn=wiwspwa&extid=Vhfgu3DBjmgbJCsm

 

X