বাংলা হান্ট ডেস্কঃ পয়লা ফেব্রুয়ারি অর্থাত্ আগামিকাল সংসদে পেশ হতে চলেছে ২০২০-২১ এর কেন্দ্রীয় বাজেট । বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ । এবারের বাজেটে আয়করে সাধারণ মানুষের জন্য বড়সড় ছাড় থাকতে পারে বলে আশা করা হচ্ছে । অর্থিক সমীক্ষায় যে ইঙ্গিত মিলেছে, তাতে জানা গিয়েছে, বাজেটে ইনকাম ট্যাক্সে ছাড়ের বড় ঘোষণা করতে পারেন নির্মলা সীতারামণ ।
কর্পোরেট ট্যাক্সে ছাড়ের পর ইনকাম ট্যাক্সে ছাড়ের দাবি রয়েছে আমজনতার । পাশাপাশি পরিকাঠামো সেক্টরেও বিনিয়োগ বাড়নোর প্রবল সম্ভবনা রয়েছে । বিশেষজ্ঞদের মতে, দেশের অর্থনীতি মজবুত করতে চাহিদা এবং মানুষের কনসিউম করার ক্ষমতার উপর জোড় দেওয়া দরকার । আর তার জন্য আয়করে ছাড় দেওয়া খুবই জরুরী বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা ।
- গত কয়েক বছর ধরে আয়কর বৃদ্ধির দাবি জানানো হয়েছে । ইনকাম ট্যাক্সের স্ল্যাবে,
- ২.৫ লক্ষ বার্ষিক আয় পর্যন্ত কোনও ট্যাক্স লাগে না ।
- ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ পর্যন্ত আয়ে ৫ শতাংশ ট্যাক্, দিতে হয় ।
- ৫ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ২০ শতাংশ ট্যাক্স দিতে হয় ।
- ৫ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ২০ শতাংশ ট্যাক্স দিতে হয় ।
- তার বেশি কেউ আয় করলে ৩০ শতাংশ ট্যাক্স দিতে হয় ।
বিশেষজ্ঞদের মতে ৫ লক্ষ পর্যন্ত আয়ে কোনও ট্যাক্স থাকা উচিত নয়, তবেই মানুষের কনসিউম করার প্রবণতা বাড়বে । মোট আর্থিক বৃদ্ধিতে যা খুবই প্রয়োজনীয় । তবে গত ৬ বছরে ট্যাক্স ছাড়ের সর্বোচ্চ সীমায় কোনও বদল করা হয়নি । উল্লেখ্যে, এলআইসি, পিএফ, সন্তানের টিউশন ফি, হাউজিং লোন, পিপিএফ এ টাকা জমালে 80c অনুযায়ী ট্যাক্স থেকে ছাড় পাওয়া যায় ।