বাংলাহান্ট ডেস্ক : সুখবর আসতে চলেছে ২৪ কোটি মানুষের জন্য। আশা করা যাচ্ছে ইপিএফও(EPFO) প্রভিভেন্ট ফান্ডের সুদের হার বাড়াতে পারে সরকার। আগামী মাসেই একটি বৈঠকের মাধ্যমে স্থির হবে এই সুদের হার। আপাতত সেই বৈঠকের দিকে তাকিয়েই দেশের ২৪ কোটি (Crore) মানুষ।
আগামী মার্চ মাসেই এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড নিয়ে বৈঠক সারবেন কেন্দ্রের আধিকারিকরা। কত শতাংশ সুদ দেওয়া বা বাড়ানো হবে সেই সিদ্ধান্তই নেওয়া হবে বৈঠকে। পিটিআই সূত্রে খবর, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, এপিএফ এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠক মার্চ মাসে গুয়াহাটিতে হতে চলেছে। সেখানেই ২০২১-২০২২ আর্থিক বর্ষের সুদের হার নির্ধারণ করা হবে।’
ইপিএফও কি ২০২০-২০২১ এর মতই ২০২১-২০২২ সালেও ৮.৫% সুদের হার বজায় রাখতে চলেছে? আগামী বছরে আয়ের হিসেব অনুয়ায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন ভূপেন্দ্র যাদব।
সুদের হার নির্ধারণের পর অর্থমন্ত্রকের অনুমোদনের জন্য সেটিকে পাঠায় সিবিটি। ২০২০ এর মার্চে প্রভিডেন্ট ফান্ড এর উপর সুদের হার ৮% করে এপিএফও। যা বিগত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৮-২০১৯ সালে দেওয়া সুদের পরিমাণ ছিল ৮.৬৫%। সম্প্রতি ইপিএফও তাদের ট্যুইটারে হ্যান্ডেলে জানায়, গিত ২০২০-২০২১ আর্থিক বর্ষে জন্য ২৪ কোটির বেশি অ্যাকাউন্টে সুদ জমা করেছে তারা। এই বছর সুদের হার ছিল ৮.৫%।
এই মুহুর্তে দাঁড়িয়ে ভালো খবরের আশায় ২৪ কোটিরও বেশি দেশবাসী। দেশের চলতে থাকা মূল্যবৃদ্ধি, মন্দা, অর্থনৈতিক অবনতির মধ্যে দাঁড়িয়ে কি ভাগ্যের শিকে খানিক হলেও ছিঁড়বে এই সুদের হার? সে উত্তর পাওয়ার আশাতেই মার্চ মাসের দিকে তাকিয়ে ভারত।