এবার থেকে রাজ্যের ফাইভ স্টার হোটেলগুলিতে সারা রাত বার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে বলে আবগারি দফতর সূত্রের খবর।এর আগে রাত ১২টার পরে ফাইভ স্টার হোটেলগুলোতে মদ পাওয়া যেতো না। কিন্তু এবার থেকে মদপ্রেমীদের জন্য মিলতে চলেছে সুখবর। ”লেট ফি বাবদ যা আয় হত, সারা রাত মদ বিক্রি চালু রাখলে তার চেয়ে বেশি আয় হবে।” এক শীর্ষ আবগারি-কর্তা এমনটাই জানিয়েছেন ।
নবান্ন সূত্রের খবর, ফাইভ স্টার হোটেল গুলিতে যাতে একই জায়গায় একাধিক বার খোলে, তাতেও উত্সাহ দিচ্ছে সরকার। এত দিন কোনও হোটেলে দ্বিতীয় বার খোলার জন্য প্রথম বারের মতোই ফি দিতে হত। কিন্তু সম্প্রতি অতিরিক্ত বার খোলার লাইসেন্স ফি পাঁচ লক্ষ টাকা থেকে কমিয়ে দেওয়া হয়েছে।যার মান গিয়ে ঠেকেছে মাত্র আড়াই লক্ষ টাকা্তে । বছর দুয়েক আগে তারকা হোটেলে অতিরিক্ত বার খোলার জন্য দু’লক্ষ টাকার লাইসেন্স ফি বাড়িয়ে পাঁচ লক্ষ করা হয়েছিল। কিন্তু এবার সেই টাকার অঙ্ক বদলাতে চলেছে। বলা যেতে পারে এ বার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অর্ধেক করে দেওয়া হয়েছে। , লাইসেন্স ফি বাড়ানোর ফলে এক বারই অতিরিক্ত টাকা রোজগার হত। কিন্তু লাইসেন্স ফি-র টাকা কমিয়ে দিলে অতিরিক্ত বার খুলবে। সারা বছরের মদ বিক্রি থেকে আয়ও বেশি হবে। তাই রাতারাতি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
আর এবার থেকে হোটেলগুলিতে ভোর ৪টে পর্যন্ত বারে মদ বিক্রির অনুমতিও দেওয়া হয়েছে । কিন্তাতু অনেকেই সেই নিয়ে ভাবছেন ।এর জন্য বাড়তি কোনও ফি দিতে হবে। কিন্তু না এর জন্য আদতে কনো ফি দিতে হবে না সরকারের ঘরে। আপাতত এমনটাই জানা গিয়েছে। এর ফলে লেট ফি বাবদ রাজস্ব মিলবে না বলে জানানো হয়েছে ।