বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলা ৩ ম্যাচের টেস্ট সিরিজের ২ টি টেস্ট সম্পন্ন হয়েছে। যেখানে ২ টি ম্যাচেই ভারতকে (India National Cricket Team) পরাজিত করেছে নিউজিল্যান্ড। এমতাবস্থায়, এরপরের টেস্টটি শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। যেটি সম্পন্ন হবে মুম্বাইতে। তবে, তার আগে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রথমেই জানিয়ে রাখি যে, বেঙ্গালুরু এবং পুণে টেস্টে নিউজিল্যান্ডের সাথে যুক্ত হতে পারেননি কেন উইলিয়ামসন।
ভারতের (India National Cricket Team) বিরুদ্ধে তৃতীয় টেস্টেও খেলবেন না উইলিয়ামসন:
এমতাবস্থায়, অনুমান করা হচ্ছিল যে তিনি হয়তো তৃতীয় টেস্টে নিউজিল্যান্ড দলের সাথে যোগ দেবেন। কিন্তু, এবার জানা যাচ্ছে যে পরবর্তী টেস্টেও তিনি দলের বাইরে থাকতে পারেন। ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ড অফিশিয়ালি জানিয়েছে যে উইলিয়ামসন ভারতে (India National Cricket Team) আসবেন না। বরং, তিনি দেশে তাঁর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া অনুসরণ করবেন। যাতে তিনি ইংল্যান্ড সিরিজের জন্য ফিট হয়ে ওঠেন।
Squad News | Kane Williamson will not travel to India for the third Test in Mumbai to ensure he his fit for the upcoming three-Test series against England #CricketNationhttps://t.co/HpqP4w6Ufp
— BLACKCAPS (@BLACKCAPS) October 29, 2024
ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন কেন উইলিয়ামসন: প্রসঙ্গত উল্লেখ্য যে, শ্রীলঙ্কা সফরে কুঁচকিতে চোটের শিকার হয়েছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। এই কারণে, তিনি ভারতের বিরুদ্ধে সিরিজে অন্য খেলোয়াড়দের সাথে আসেননি এবং পরে প্রথম টেস্ট থেকে বাদ পড়েন। অনুমান করা হয়েছিল যে, তিনি শেষ ২ টি টেস্টের জন্য উপলব্ধ থাকবেন। কিন্তু প্রথমে তিনি পুণে টেস্ট থেকে এবং এখন মুম্বাই টেস্টেও তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলে জানানো হল। এদিকে, আগামী ২৮ নভেম্বর হ্যাগলি ওভালে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে উইলিয়ামসন তাঁর কুঁচকির চোট সারানোর প্রক্রিয়া চালিয়ে যাবেন বলেও জানা গিয়েছে।
বিষয়টির পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, কেন উইলিয়ামসন মুম্বাই টেস্ট থেকে দূরে থাকলে ইংল্যান্ড সিরিজের জন্য পুরোপুরি ফিট হতে তাঁর সাহায্য হবে। তিনি বলেন, “উইলিয়ামসন ভালো সঙ্কেত দেখিয়েছেন। কিন্তু আমাদের সাথে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত নন। যদিও, বিষয়টি ইতিবাচক দেখাচ্ছে। আমরা মনে করি তাঁর জন্য সবচেয়ে ভালো পদক্ষেপ হল নিউজিল্যান্ডে থাকা এবং তাঁর রিহ্যাবের চূড়ান্ত অংশে ফোকাস করা। যাতে তিনি প্রস্তুত থাকেন ইংল্যান্ড সিরিজের জন্য। ওই সিরিজের এখনও এক মাস বাকি আছে এবং অনুমান করা হচ্ছে তিনি ক্রাইস্টচার্চ টেস্টে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হবেন।”
আরও পড়ুন: ফের বাজিমাত ভারতের! দীপাবলির কেনাকাটায় পাত্তা পাচ্ছে না চিনা পণ্য, সামনে এল বড় আপডেট
প্রসঙ্গত উল্লেখ্য যে, নিউজিল্যান্ড দল কেন উইলিয়ামসনের অনুপস্থিতিকে ভারত সফরে খুব বেশি প্রভাব ফেলতে দেয়নি। বরং, ওই দল সামগ্রিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে এবং দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে (India National Cricket Team) পরাজিত করেছে। এমতাবস্থায়, তৃতীয় টেস্ট জিতে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে ক্লিন সুইপ করার চেষ্টা করবে নিউজিল্যান্ড। যেটা কখনোই হতে দিতে চাইবেনা রোহিত বাহিনী।