বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে লাগাতার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে কয়েক মাস আগেই৷ কিন্তু মোদী সরকারের দ্বিতীয় জমানার শুরু থেকেই মধ্যবিত্তদের জন্য পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কয়েক দিন আগে আবারও পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কমেছিল এবার দিনের শুরুতে অর্থাত্ শুক্রবার সকালেই কলকাতায় ফের পেট্রোল ডিজেলের দাম কমল৷ প্রতি লিটার পেট্রোল ডিজেল পিছু দাম আরও অনেকটাই সস্তা হয়েছে, জানা গিয়েছে প্রতি লিটার পেট্রোল 11 পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটার পিছু 15 পয়সা করে কমেছে৷
তাই দাম কমার পরে নতুন ভাবে পেট্রলের দাম হয়েছে প্রতি লিটার পিছু 76.06 টাকা এবং ডিজেলের দাম হয়েছে 68.96 টাকা৷ তাই দেশ জুড়ে এ ভাবে হঠাত্ পেট্রলের দাম সস্তা হয়ে যাওয়ায় যথেষ্টই খুশির হাওয়া দেশবাসীর মধ্যে৷ তবে কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম যেমন কমেছে তেমনই দিল্লিতে আবার ডিজেলের দাম 15 পয়সা করে কমলেও পেট্রলের দাম 12 পয়সা করে কমেছে৷ অন্যদিকে মুম্বইতেও পেট্রলের দাম অনেকটাই সস্তা হয়েছে,12 পয়সা যদিও ডিজেলের দাম কলকাতা এবং দিল্লির থেকে একটু বেশি 16 পয়সা৷
তাই দাম কমার ফলে সব থেকে কম মূল্যে পেট্রল ও ডিজেল কিনতে সক্ষম হচ্ছেন দিল্লির বাসিন্দারা৷ উত্সবের মরসুমেই এভাবে পেট্রল এবং ডিজেলের দাম পরপর দুবার কমে যাওয়ায় যথেষ্টই সুরাহা হয়েছে সাধারণ মানুষের৷তবে মোদী সরকারের প্রথম জমানার শেষে যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গিয়েছিল তাতে যথেষ্টই চিন্তার ভাঁজ পড়েছিল সকলের মধ্যে, একই সপ্তাহে বেশ কয়েকবার দাম বেড়েছিল, তা থেকে আপতত রেহাই হয়েছে সকলের