বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই দেশের প্রায় সমস্ত টেলিকম সংস্থাগুলি ফের বাড়িয়ে দিয়েছে তাদের সবকটি প্ল্যানের দাম। যা নিয়ে ইতিমধ্যেই ক্ষুণ্ন হয়েছেন গ্রাহকেরা। তবে, এবার গ্রাহকদের জন্য বড়সড় সুখবর আনতে চলেছে দেশের অন্যতম টেলিকম সংস্থা Jio।
জানা গিয়েছে যে, নতুন এই রিচার্জ প্ল্যানের দাম ৮৯৯ টাকা। সবচেয়ে বড় কথা হল, এই প্ল্যানের বৈধতা থাকবে পুরো ৩৩৬ দিন। প্ল্যানটি ২৮ দিন করে মোট ১২ টি মাসে পরপর ফিরে আসবে। তবে, শুধুমাত্র জিওফোন ব্যবহারকারীরাই বর্তমানে এর সুবিধা উপভোগ করতে পারবেন।
সংস্থার পক্ষ থেকে নতুন এই প্ল্যানটির নাম দেওয়া হয়েছে “JioPhone অল-ইন-ওয়ান প্ল্যান”। এই প্ল্যানের সাহায্যে গ্রাহকরা প্রতি ২৮ দিনের জন্য ২ GB করে ডেটার সুবিধা পাবেন। অর্থাৎ সবমিলিয়ে ২৪ GB ডেটা ব্যবহার করা যাবে। পাশাপাশি, যে কোনো নম্বরে কল করার জন্য দেওয়া হচ্ছে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও। এছাড়াও, প্রতি ২৮ দিনের মেয়াদে ৫০ টি এসএমএসের বৈধতাও পাওয়া যাবে। এর পাশাপাশি, Jio অ্যাপের সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।
“Jio Phone অল-ইন-ওয়ান প্ল্যান”-এর পাশাপাশি কিছু অন্যান্য প্ল্যানও অন্তর্ভুক্ত রয়েছে জিও ফোনের জন্য৷ সেগুলির মধ্যে ২২২ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতা দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিদিন ২ GB ডেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি, ১৮৬ টাকার প্ল্যানের বৈধতা হচ্ছে ২৮ দিন। যার সাথে প্রতিদিন ১ GB করে ডেটা দেওয়া হচ্ছে।
অপরদিকে ২৮ দিনের বৈধতার সাথে ১৫২ টাকায় প্রতিদিন ১০০ MB ডেটা পাওয়া যাচ্ছে। আবার, ১২৫ টাকার প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন ৫০০ MB ডেটা দেওয়া হচ্ছে। তবে, এই প্ল্যানের বৈধতা ২৩ দিন। এছাড়াও, ৯১ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতার সাথে প্রতিদিন ১০০ MB ডেটা দেওয়া হচ্ছে এবং ৭৫ টাকার প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন ৫০০ MB ডেটা দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও, এই প্ল্যানের বৈধতা ২৩ দিন।