মোদী সরকারের জন্য সুখবর: GST থেকে সরকারের ঘরে ঢুকলো ১ লক্ষ কোটি টাকার বেশি রাজস্ব

বাংলাহান্ট ডেস্কঃ জানুয়ারীর থেকে ফেব্রুয়ারীতে কম পরিমাণ রাজস্ব (GST) সরকারী খাতে জমা পড়োলেও, তা ছাড়িয়েছে ১ লক্ষ কোটির ঘর। দেশের আর্থিক অনটনের সময় এই সংবাদে খুশি মোদী সরকার (Narendra Modi)। গতবছরের তুলনায় কিছুটা হলেও বেড়েছে এই GST আদায় বাবদ আয়ের পরিমাণ।

gst 1 1582585202

২০১৯ সালের ফেব্রুয়ারী থেকে ২০২০ সালের ফেব্রুয়ারীতে রাজস্বের পরিমাণ বেড়েছে প্রায় ৮ শতাংশ। সোমবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের (finance minister) পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘এবছর ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে GST থেকে ১ লক্ষ ৫ হাজার ৩৬৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে সরকারের। এর মধ্যে CGST বাবদ রয়েছে ২০,৫৬৯ কোটি টাকা, SGST খাতে ২৭,৩৪৮ কোটি টাকা এবং IGST রয়েছে ৪৮,৫০৩ কোটি টাকা। এ ছাড়াও সেস বাবদ খাতে সরকারের আয় হয়েছে মোট ৮,৯৪৩ কোটি টাকা।’

গত বছর GST আদায় কিছুটা কম হলেও, এই বছর বেশ ভালো পরিমাণেই সরকারের GST আদায় হয়েছে। এই আর্থিক সংকটের মুখে সরকারী কোষাগারে অর্থের জোগান হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয় ২০২০ সালে জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৮৩ লক্ষ GSTR থ্রি-বি রিটার্ন জমা পড়েছে।

আর্থিক অনটনের সময়ে সরকারের কাছে এটি এক খুশির সংবাদ। গত মাসের তুলনায় এমাসে সামান্য কম পরিমাণে রাজস্ব জমা পড়লেও তা এক লক্ষ কোটির সীমা অতিক্রম করে গেছে। গত জানুয়ারীতে GST বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছিল  ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর