পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর-৫৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে SSC তে

বাংলাহান্ট ডেস্কঃ পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর, এসএসসি পরীক্ষায়  পার্শ্বশিক্ষকদের সর্বোচ্চ বয়সসীমার ছাড় আবার ফিরিয়ে আনল স্কুল শিক্ষা দফতর। যদিও এসএসসি সম্পর্কিত সরকারি গেজেট নোটিফিকেশনে বয়সের কথা নতুন করে কিছু উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, পার্শ্বশিক্ষকরা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

রাজ্যে বাম দূর্গের পতনের পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় এসে প্রথমে এসএসসি  (SSC) পরীক্ষার সময় পার্শ্বশিক্ষকদের বয়সে ছাড় দিয়েছিল।  সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৪০ বছর ছিল এবং পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৫৫ বছর। ২০১৬ সালে  এসএসসি পরীক্ষায় বয়সের ছাড় তুলে নেওয়া হয়। এবার আবার সর্বোচ্চ বয়সসীমায় ছাড় ফিরিয়ে আনল স্কুল শিক্ষা দফতর।

863456 school delhi 010618

এই বছর নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করবে রাজ্য সরকার। এসএসসি-এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।  আবেদন জমা দিতে হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে। সরকারী বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ১৮ হাজার ২০৩ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। বাধ্যতামূলক ভাবে লাগবে বিএড ডিগ্রি।

অনার্স ও পোস্ট গ্র্যাজুয়েশন মিলিয়ে বিভিন্ন বিষয়ে মোট শূন্যপদ ১৫ হাজার ৯৪৭টি। ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের শূন্যপদ যথক্রমে ১ হাজার ১৯টি এবং ১ হাজার ২৩৭টি। অনলাইন আবেদন করতে হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে।www.westbengalssc.com-এ আবেদন করতে হবে।


সম্পর্কিত খবর